
সপ্তর্ষি সিংহ, কলকাতাঃ ছোটদের অত্যাধুনিক পোষাক প্রস্তুতকারক আমেরিকান সংস্হা চিল্ড্রন প্লেস এবার কলকাতায়। সংস্হার পক্ষ থেকে দক্ষিন কলকাতার সাউথসিটি শপিং মলে কলকাতায় প্রথম বিপননির উদ্বোধন হল। বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন পোশাক প্রস্তুতকারক সংস্হা আধুনিক ডিজাইনের সম্ভার নিয়ে কলকাতায় নিজেদের বিপননি নিয়ে হাজির। এবার ছোটদের আধুনিক ফ্যাশনের পোশাকের সম্ভার নিয়ে হাজির আমেরিকার এই সংস্হাটি। এদিন উপস্হিত ছিলেন অরবিন্দ লাইফস্টাইল ব্র্যান্ডের সিইও অলোক দুবে বলেন,আমরা উচ্ছসিত আমেরিকান এই সংস্হার সঙ্গে যুক্ত হতে পেরে। কলকাতার শিশুদের জন্য আধুনিক ডিজাইনের পোশাক শিশুদের জন্য সম্ভার দেওয়া আমাদের মূল লক্ষ্য।।
No comments:
Post a Comment