সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ বিশ্বকাপে ঢাকে কাঠি পড়তেই ক্রীড়াপ্রেমী দর্শকদের জন্য অত্যাধুনিক প্রযুক্তির কিউ এলইডি টিভি বাজারে নিয়ে এল স্যামসং। ভারতের ইলেকট্রনিক্স বাজারে উন্নত প্রযুক্তি প্রস্তুতকারক হিসাবে সুনামের সঙ্গে ব্যবসা
করছে এই সংস্থা।অত্যাধুনিক এলইডি টিভি,স্মার্ট টিভি কিংবা আধুনিক অ্যান্ড্রয়েড হ্যাণ্ডসেট প্রস্তুতকারক হিসাবে জনপ্রিয়তার পর নতুন সংযোজন কিউএলইডি টিভি। কলকাতায় উন্নতমানের এই প্রযুক্তি নির্ভর টিভির উন্মোচন করে সংস্হার কনজিউমার ইলেকট্রনিক্স বিজনেস এর ভাইস প্রেসিডেন্ট রাজু পুল্লান জানান ভারতের যুবসমাজ এখন সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর এবং বড়ো মাপের টিভিতে স্বাচ্ছন্দ্য । সেদিকে নজর রেখে আমরা ৫৫-৭৫ ইঞ্চির এই টিভি সেট বাজারে নিয়ে এসছি। যার মূল্য ২ লক্ষ ৪৫ হাজার টাকা। তিনি আশাপ্রকাশ করে বলেন এই টিভির স্বচ্ছ স্ক্রিন এবং পরিস্কার শব্দ ক্রেতাদের আকর্ষন করবে।।
No comments:
Post a Comment