সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ বেসরকারী হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে অভিযোগ অনেক। কিন্তু সেই অভিযোগের পাশাপাশি সাফল্যের নতুন মাইলফলক ছুঁল অ্যাপেলো কলকাতা। এমআইসি পদ্ধতিতে ১ হাজার রোগীর সফল বাইপাস সার্জারির
নতুন রেকর্ডের খতিয়ান তুলে ধরল। গতকাল এক পাঁচতারা স্বনামধন্য চিকিত্সক ও পরিষেবা পাওয়া রোগীদের উপস্হিতিতে এক সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়। আগে বাইপাস সার্জারি হলে সুস্হ হতে সময় লাগত বেশ কয়েকমাস এবং তা যন্ত্রনাও ছিল অনেক বেশী। এবং সার্জারির পর সেই চিহ্ন থেকে যেত অনেকদিন। কিন্তু এমআইসি(মিনিমালি ইনভাসিস কার্ডিয়াক)সার্জারির ফলে সেই যন্ত্রনা থেকে রেহাই পাওয়া গেছে। এদিন চিকিত্সকরা জানান এই পদ্ধতিতে রোগীর সুস্হ হতে সময় লাগে প্রায় দু সপ্তাহের কাছাকাছি এবং যন্ত্রণাও অনেক কম। হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে তারা এই পদ্ধতি কে আরো উন্নত করার প্রচেষ্টা চালাচ্ছে। এই সার্জারি চিকিৎসার খরচ প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা।।
No comments:
Post a Comment