১৯৪২ঃ আ লভ স্টোরী ফিরতে চলেছে সায়ন-মধুমিতা'র অন স্ক্রীনে - Songoti

১৯৪২ঃ আ লভ স্টোরী ফিরতে চলেছে সায়ন-মধুমিতা'র অন স্ক্রীনে

Share This
পায়েল পাল, কলকাতাঃ পরিচালক নেহাল দত্তের চলচ্চিত্রের শুটিং শেষ করার পর অভিনেতা সায়ন ব্যানার্জী সম্প্রতি মন্দারমনিতে শুরু করলেন তাঁর পরবর্তী আগত ওয়েব রিপ্রাইসের শুটিং। রিপ্রাইসটি ১৯৯৪ সালের ১৯৪২ঃ আ লভ স্টোরী চলচিত্রের কুছ না কাহো গানটিকে কেন্দ্র
করে। প্রযোজক সুদেষ্ণা ত্রিবেদী (মুম্বাই) ও রাহুল লাহিড়ী'র রিপ্রাইসটিরই অন স্ক্রীনে ২০১৮'য় অভিনেতা সায়ন ব্যানার্জী'র বিপরীতে প্রেমাভিনয় করেছেন মডেল মধুমিতা চোধুরী, আর পরিচালনায়  পরিচালক  জয়দীপ কর্মকার। সায়ন ব্যানার্জী'র বলিউডে এটা নিয়ে তাঁর দ্বিতীয় কাজ। অভিনেতা জানিয়েছেন, "রিপ্রাইসের অর্থ পুনরুদ্ধার করা, আমরা যে ধরনের টাইম জোনের দিকে এগিয়ে যাচ্ছি সেখানে পুরোনো মেলোডি সব হারিয়ে যাচ্ছে। তাই হারিয়ে যাওয়াগুলিকে আধুনিক কায়দায় তৈরী করা হয় আশা করা যায় এটি একটি জীবন্ত দৃষ্টান্ত হয়ে থাকবে।"


No comments:

Post a Comment