দেবাশিস ঘোষ , চাঁচলঃ রাস্তা সংস্কারের দাবি উঠেছে। মালদহের চাঁচল - ১ ব্লকের মহানন্দপুর পঞ্চায়েতের পলাশী গ্রামের ঘটনা। বাসিন্দাদের দাবি , ওই গ্রামে প্রবেশ পথের প্রায় ১ কিমি অংশ বেহাল হয়ে পড়েছে | অবিলম্বে সংস্কার করা হোক । রাস্তাটি সংস্কারের দাবি তুলে গ্রামবাসীদের পক্ষ থেকে চাঁচল - ১ব্লক প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে । চাঁচল - ১ ব্লক প্রশাসন জানায় , সমস্ত কিছু খতিয়ে দেখে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে গ্রামবাসীদের অভিযোগ , দীর্ঘদিন সংস্কারের অভাবে গ্রামে প্রবেশের রাস্তাটির প্রায় ১ কিমি অংশ বেহাল হয়ে পড়েছে । ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে নাজেহাল অবস্থা বাসিন্দাদের | স্থানীয় বজবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। বেহাল রাস্তায় কারণে তারাও সমস্যায় পড়ছে । পলাশী ঈদগাহ ময়দানে যেতে হলে ওই রাস্তা ছাড়া বিকল্প কোনও পথ নেই | গ্রামবাসীদের দাবি , উৎসবের আগেই রাস্তাটি মেরামত করা হোক । স্থানীয় বাসিন্দা জামসেদ আলি বলেন , " গ্রামে প্রবেশ পথের প্রায় ১ কিমি রাস্তা বেহাল হয়ে পড়েছে । গত বছর আগস্টের বন্যায় রাস্তাটি ভেঙে পড়ার পর আর সংস্কার করা হয়নি | ফলে ওই রাস্তা দিয়ে যাতায়াতে গ্রামের মানুষের ভোগান্তির শেষ নেই। অবিলম্বে রাস্তাটি সংস্কার করা দরকার | প্রায়ই দুর্ঘটনা ঘটছে ওই রাস্তায় | ব্লক প্রশাসনের কাছে আমরা রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছি |" চাঁচল - ১ ব্লকের বিডিও দুর্গা প্রসাদ শর্মা বলেন , " সমস্ত কিছু খতিয়ে দেখে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে |"
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
Songoti is a 1 of the Bengali & English INDEPENDENT NEWS platform in India. We are Specialist for Cultural, Entertainment, Lifestyle, Health & Travel News..
You can Subscribe us at Youtube, Like - Comment us at Facebook & also Follow us at Instagram
No comments:
Post a Comment