দেবাশিস ঘোষ, চাঁচলঃ প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। উত্তরবঙ্গের ছাত্রছাত্রীরা ভাল ফল করেছে। শীর্ষে রয়েছে কোচবিহার জেলা। মালদহেও ভাল ফল হয়েছে। রাজ্যের ৫৬ জনের মেধা তালিকায় রয়েছে মালদহ জেলার ৭ পড়ুয়া। জানা গেছে , অষ্টম স্থান লাভ করেছেন অক্রূরমণি করোনেশন ইনস্টিটিউশনের ছাত্র অরিন্দম সাহা (৬৮২)৷ বিষয়ভিত্তিক তার প্রাপ্ত নম্বরগুলি হল বাংলায় ৯৫, ইংরেজিতে ৯৬, অঙ্কে ৯৯, ভৌতবিজ্ঞানে ৯৮, জীবনবিজ্ঞানে ৯৮, ইতিহাসে ৯৬ ও ভূগোলে ১০০ নম্বর পেয়েছে ৷ সারাদিনে ৮ ঘণ্টা পড়াশোনা করত অরিন্দম৷ ৪ জন গৃহশিক্ষক ছিল তার৷ ফিজিক্স নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে গবেষণা করতে ইচ্ছুক মেধাবী এই ছাত্রটি, বাবা বিজয় কুমার সাহা পেশায় দলিল লেখক। মা মৌসুমী সাহা গৃহবধূ। ছেলের সাফল্যে তাঁরা অভিভূত। ক্রিকেট তার প্রিয় খেলা। তার মা মৌসুমী সাহা বলেন , " জানতাম ও ভালো ফল করবে। কিন্তু এত ভাল রেজাল্ট করবে তা আশা করিনি, অপ্রত্যাশিত ভাল ফল করেছে। " ওই বিদ্যালয়েরই আরও এক পড়ুয়া অরিত্র সরকার ৬৮০ নম্বর পেয়ে দশম স্থান পেয়েছে৷ ওই ছাত্রটি বাংলায় ৯৭, ইংরেজিতে ৯৬, অঙ্কে ৯৯, ভৌতবিজ্ঞানে ৯৮, জীবনবিজ্ঞানে ১০০, ইতিহাসে ৯১ ও ভূগোলে ৯৯ নম্বর পেয়েছে ৷ পড়াশোনার অবসরে অরিত্র কবিতা লেখে ৷ ভবিষ্যতে গণিত নিয়ে আরও উচ্চতর পড়াশোনা করতে চায় মেধাবী ওই ছাত্রটি৷ মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ৩ পড়ুয়াও ওই তালিকায় রয়েছে। যুগ্মভাবে নবম হয়েছে অম্লান ভট্টাচার্য ও সায়ন্তন চৌধুরি৷ ওই দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৮১৷ ওই ছাত্রটি বাংলায় ৯৮, ইংরেজিতে ৯০, অঙ্কে ১০০, ভৌতবিজ্ঞানে ১০০, জীবনবিজ্ঞানে ৯৯, ইতিহাসে ৯৫ ও ভূগোলে ৯৯ নম্বর পেয়েছে। অধ্যাপক হওয়ার স্বপ্ন নিয়ে এগোতে চায় অম্লান, আর সায়ন্তন বাংলায় ৯৬, ইংরেজিতে ৯৩, অঙ্কে ১০০ , ভৌতবিজ্ঞানে ৯৮, জীবনবিজ্ঞানে ৯৯, ইতিহাসে ৯৬ ও ভূগোলে ৯৯ নম্বর পেয়েছে৷ আগামীতে ওই ছাত্রটি চিকিতসক হতে চায় বলে জানিয়েছে। ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে দশম হয়েছে আরও এক ছাত্র মির মহম্মদ ওয়াসিফ ৷ তার মোট প্রাপ্ত নম্বর হল ৬৮০। অন্যদিকে কালিয়াচক -১ ব্লকের মোজমপুর হাইস্কুলের ছাত্র মহম্মদ রফিকুল হাসানও ৯৮১ নম্বর পেয়ে রাজ্যে নবম হয়েছে৷ ওই ব্লকেরই বামনগ্রাম হাইস্কুলের ছাত্রী তামান্না ফিরদৌসও ৬৮০ নম্বর পেয়ে দশম হয়েছে।।
মাধ্যমিকে রাজ্যের ৫৬ জনের মেধা তালিকায় মালদহের ৭ পড়ুয়া
Share This
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
Songoti is a 1 of the Bengali & English INDEPENDENT NEWS platform in India. We are Specialist for Cultural, Entertainment, Lifestyle, Health & Travel News..
You can Subscribe us at Youtube, Like - Comment us at Facebook & also Follow us at Instagram
No comments:
Post a Comment