ব্যাঙ্গালুরু বেঙ্গলী ফ্লিম ফেস্টিবেল২০১৮ উদ্বোধন হতে চলেছে চামুন্ডেশ্বর স্টুডিয়োতে - Songoti

ব্যাঙ্গালুরু বেঙ্গলী ফ্লিম ফেস্টিবেল২০১৮ উদ্বোধন হতে চলেছে চামুন্ডেশ্বর স্টুডিয়োতে

Share This
পায়েল পাল, কলকাতাঃ বাংলা থেকে ব্যাঙ্গালুরু ব্যাঙালী সর্বত্র বিরাজমান, তা কারুরই অজানা বিষয় নয়। মূলত নিজস্ব ব্যস্ততার জীবনে একটু পরিবর্তন আনার জন্যই পিকনিক সিনেমা দেখা'র ঝোক বেশি থাকে। বাঙালী, তাই অন্যত্র থাকতে হলেও মন কিন্তু পড়ে থাকে সেই নন্দনেই, আর নন্দনের সিনেমা যদি নিজেদের কাছাকাছি পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। হ্যা, ঠিক ই ধরেছেন বাংলায় ১২ টি ফিচার ফ্লিম  ও ৩ টি শর্ট ফ্লিমের সম্ভার নিয়ে সত্যজিত রায় ফ্লিম সোসাইটি অফ ব্যাঙ্গালুরু'র সহযোগীতায় ফেডারেশন অফ ফ্লিম সোসাইটিস অফ ইন্ডিয়া'র পরিবেশনায় আগামী ৮ই জুন থেকে ১০ই পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে  দ্বিতীয় তম ব্যাঙ্গালুরু বেঙ্গলী ফ্লিম ফেস্টিবেল। ব্যাঙ্গালুরু'র গান্ধী ভবন ও চামুন্ডেশ্বর স্টুডিয়োতে ফ্লিমগুলি'র স্ক্রিনিং করা হবে এবং ৮ই জুন অনুষ্ঠানের উদ্বোধন, ১০ই জুন অনুষ্ঠানের ইতি টানা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।ফ্লিমগুলি'র স্ক্রিনিং করা হবে সেগুলি হোল
  • অলিফা
  • অন্দরকাহিনী
  • বেঁচে থাকার গান
  • আসা যাওয়ার মাঝে
  • রয়েল বেঙ্গল রহস্য
  • ফেলুদা ফিফটি
  •  চিত্রকর
  • পিউপা
  • অরণ্যদেব
  • Iye
  • সত্যজিতের প্রিয় গল্প
  • রেইনবো জেলি
  • সত্যজিত রায়ের কাহিনী অবলম্বনে কিছু শর্ট  ফিল্মস (ভক্ত,  অভিনেত্রী , চিলেকোঠা,  টলিউডে তারিণীখুড়ো )



No comments:

Post a Comment