স্বল্প দৈর্ঘ্যের ছবি'র জন্যে কলকাতায় ইণ্ডিপেন্ড ফিল্ম কাউন্সিল - Songoti

স্বল্প দৈর্ঘ্যের ছবি'র জন্যে কলকাতায় ইণ্ডিপেন্ড ফিল্ম কাউন্সিল

Share This

সপ্তর্ষি সিংহ, কলকাতাঃ নানা বঞ্চনা এবং দীর্ঘ বাধা পেরিয়ে অবশেষে জোটবদ্ধ হলেন শহরের স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা। স্বল্প দৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্রের মত স্বাধীন চলচ্চিত্রের মঞ্চ হিসাবে পথ চলা শুরু ইন্ডিপেন্ড ফিল্ম কাউন্সিলের। দীর্ঘদিন ধরে ফিল্ম সোসাইটির ধাঁচে এরকম একটি মঞ্চ তৈরীর তাগিদ অনুভব করছিলেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা। সম্প্রতি একটি প্রতিবাদী ফেসবুক পোস্ট কে কেন্দ্র করে একজোট হন শহরের কয়েকজন তরুন চিত্র পরিচালক ও কলাকুশলী। এরপর নিজদের মধ্যে আলোচনার পর গড়ে তুলেছেন এই সংসদ। ইতিমধ্যে এই মঞ্চের সঙ্গে যুক্ত হয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের ও ভিন রাজ্যের সমমনোভবাপন্ন চিত্র নির্মাতা ও কলাকুশলীরা। রয়ছেন অমর্ত্য ভট্টাচার্য ও ইন্দ্রাশিষ আচার্য এর মত পরিচালকেরা। শহর, মফস্বল এবং দূরবর্তী গ্রামের অনেক চিত্র পরিচালক আছেন যারা নিজের উদ্যোগে স্বল্প দৈর্ঘ্যের  চিত্র পরিচালনা করছেন। বহু তরুন পরিচালকের তৈরী শর্ট ফিল্ম এবং ডকুমেন্টরি বিদেশের মঞ্চে সমাদৃত হলেও সাধারন দর্শকদের চোখের আড়ালে চলে যায় প্রচার ও বিপনন এর অভাবে। তবে শুধু প্রচার ও প্রদর্শনের মঞ্চ নয় আর্থিক প্রতিবন্ধকতাও এই ধরনের ছবি তৈরীর ক্ষেত্রে অন্যত্তম প্রতিবন্ধকতা উদ্যোক্তাদের তরফে অঙ্কিত বাগচী জানিয়েছেন এই মঞ্চের মাধ্যমে তারা শুধু কলকাতা নয় জেলা সদর,মফস্বল এবং গ্রামেও ছবি দেখানোর ব্যবস্হা করতে চান যাতে সাধারণ মানুষের কাছে ছবি গুলি পৌঁছে দেওয়া যায় এবং চিত্র পরিচালকরা কাজের উৎসাহ পান। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাহুল রায়,অনীক চৌধুরি,তপন চিস্তির মত পরিচালকরা। ইতিমধ্যে পথচলা শুরু করে আইএফসি হুগলীতে একটি ছোট ছবির উৎসব করেছে। আগামী ১৬ জুন কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে এরকম বেশ কয়েকটি ছবির স্ক্রিনিং।।

No comments:

Post a Comment