
সপ্তর্ষি সিংহ, কলকাতাঃ আন্তর্জাতিক গাড়ির বাজারে লাক্সারি ডিজাইন গাড়ি প্রস্তুতকারক সুইডিশ সংস্হা ভলভো কলকাতায় নিয়ে এল নতুন শোরুম। সম্প্রতি সংস্হার পক্ষ থেকে কলকাতার রাজারহাটে উদ্বোধন হল নতুন ডিলারশিপ শোরুম। এদিন উপস্হিত ছিলেন সংস্হার ম্যানেজাং ডিরেক্টর চার্লস ফ্রুম্প এবং ডিলার প্রিন্সিপাল নিকুঞ্জ সানওয়ারিয়া।এদিন মিঃ ফ্রুম্প বলেন কলকাতায় গাড়ির বাজরে ক্রেতাদের উদ্দ্যেশে উন্নততর পচ্ছন্দের গাড়ি পরিষেবা প্রদানের লক্ষ্যে এই নতুন শোরুমের উদ্বোধন। সংস্হার পক্ষ থেকে আমরা আশা রাখি পার্টনার শিপের মাধ্যমে আগামী ২০২০ সালের মধ্যে ব্যবসা দ্বিগুন বৃদ্ধি পাবে।।
No comments:
Post a Comment