কমপ্ল্যান'র প্রোটিন সমীক্ষায় এবার হাত মেলালেন সৌরভ গাঙ্গুলী - Songoti

কমপ্ল্যান'র প্রোটিন সমীক্ষায় এবার হাত মেলালেন সৌরভ গাঙ্গুলী

Share This

পায়েল পাল, কলকাতা ঃ কমপ্ল্যান প্রকাশ করেছে কম প্রোটিন চলবে না'র ক্যাম্পেনিং, যেখানে কম প্রোটিনযুক্ত শিশুদের চিহ্নিত করে তাদের মা-বাবাকে প্রোটিনের গুনাগুন বুঝিয়ে শিশুদের জন্য উপযুক্ত ডায়েট চার্ট তৈরী হচ্ছে। সম্প্রতি কমপ্ল্যান অ্যাম্বাসেটর সৌরভ গাঙ্গুলী নিজেই হাজির ছিলেন কলকাতা'র বেহালা, বালিগঞ্জ অঞ্চলে'র কিছু বাড়িতে, যেখানে তিনি নিজে দাঁড়িয়ে থেকে পর্যালোচনা করেছেন সম্পূর্ন বিষয়টি। সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, " একজন খেলোয়াড় এবং একজন বাবা হয়ে আমি বুঝতে পারি সঠিক শারীরিক এবং মানসিক বৃদ্ধি জন্য বাচ্চাদের প্রোটিন সঠিক পরিমাণ দেওয়ার গুরুত্ব। কমপ্ল্যান পরিচালিত সামাজিক পরীক্ষায় আমি মায়েদের সাথে যোগাযোগ করতে পারলাম এবং উপলব্ধি করলাম যে আমাদের প্রোটিন সচেতনতায় এখানে একটি ফাঁক রয়েছে শুরু করার জন্য।" #KomProtieinCholbeNa

No comments:

Post a Comment