বিশ্ব মাদক বিরোধী দিবসে নয়া অঙ্গীকার - Songoti

বিশ্ব মাদক বিরোধী দিবসে নয়া অঙ্গীকার

Share This
বার্তা প্রতিবেদন, কলকাতাঃ বিগত চার বছরে মুখের ক্যান্সার কমেছে। ৩১ মে বিশ্ব মাদক বর্জন দিবসে এমনই পরিসংখ্যানে নতুন শপথ গৃহীত হল। এদিন বেসরকারী হাসপাতাল নারয়না সুপার স্পেশালিটি ও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে সায়েন্সিটি অডিটোরিয়ামে মাদক বিরোধী শপথ নেওয়া হল। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন কলকাতা পৌরনিগমের চেয়ারপার্সন মালা রায়, আইএমসি সভাপতি নির্মল মাঝি ও বিশিষ্ট চিকিত্সক শান্তুনু সেন সহ অন্যানরা। চিকিতসক শান্তুনু সেন বলেন,বিশ্বে ৭০ লক্ষ মানুষ স্মোকিং এর কারণে মারা যায় এর মধ্যে ৯ লক্ষ মানুষ মারা যায় স্মোকিং এফেক্টে।যতবেশী সম্ভব তামাক জাত ক্ষেত্রে কর বৃদ্ধি। সমস্ত স্কুল ও কলেজের ১০০ মিটারের মধ্যে তামাক দ্রব্য বর্জন করার আইন সংশোধন। এদিন নির্মল মাঝি বলেন,কোন প্রতিষ্ঠানের আশেপাশে যেন তামাকজাত দ্রব্য বিক্রি না হয় এবং তা বন্ধ করা উচিত। রাজ্য সরকারের পক্ষ থেকে স্টেট আর্ট ক্যাণ্সার হসপিপিটাল এর সূচনা হতে চলেছে কলকাতা মেডিকেল কলেজে বলে তিনি জানান। চেয়ারপার্সন মাল রায় বলেন,কলকাতা পৌর সংস্হার পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়ছে তামাক দ্রব্য বিক্রির জন্য লাইসেন্স দেওয়া হবে না।।

No comments:

Post a Comment