সঞ্জুর ট্রেলারে নয়া চমক - Songoti

সঞ্জুর ট্রেলারে নয়া চমক

Share This

সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ সঞ্জয় দত্তের বায়োপিক। পরিচালক রাজকুমার হিরানির পরিচালনায় সঞ্জু বাবার জীবনের বিভিন্ন অধ্যায় কে এক সুতোয় বেঁধেছেন। তাঁর আসন্ন হিন্দী ছবি সঞ্জু ট্রেলার মুক্তি পেল। ট্রেলারে দেখা গেল সেই ঝলক কখনও ড্রাগ অ্যাডিক্টেড আবার জেল বণ্দী সঞ্জু কে। কখনও আবার সেই সঞ্জুকে দেখা গেছে বেপরোয়া। ট্রেলারে দেখা যায় সঞ্জুর গলায় সংলাপ আজ আমার বড় খুশির দিন আর আমার অটোবায়োগ্রাফি আপনাদের সামনে এসছে। এমন বৈচিত্র্যময় জীবন আপনি কোথায় পাবেন। আমি মদ্যপ,আমি উড়নচন্ডী,আমি ড্রাগস অ্যাডিক্টেড কিন্তু আমি সন্ত্রাসবাদী নই। আটের দশক থেকে বর্তমান সময় পর্যন্ত সঞ্জয় দত্তের জীবনের গুরুত্বপূর্ণ সময়কে দেখানো হয়ছে তিন মানিটের ট্রেলারে। সঞ্জয় দত্তের ভূমিকায় ছবিতে রনবীর কাপুর ইতিমধ্যে সাড়া ফেলেছে। সঞ্জুর বন্ধু হিসাবে অভিনয় করেছেন বিকি কুশল। দিয়া মির্জাকে দেখা যাবে মান্যতার চরিত্রে। অনুস্কা অভিনয় করেছেন মনোবিদের চরিত্রে। সোনম কাপের রয়ছেন তাঁর প্রথম স্ত্রী রিচা শর্মার ভূমিকায়।রয়ছেন পরেশ রাওয়াল এবং মনীশা কৈরালা নার্গিসের চরিত্রের। এছাড়াও বম ইরানি ও জিম সার্বকে দেখা যাবে।।

No comments:

Post a Comment