পায়েল পাল, কলকাতাঃ দীর্ঘদিন জনসংযোগ আধিকারীক (পি. আর.) রূপে সুনামের যুক্ত সুপ্রীতা সিং। তাঁর কর্মজীবনের মাঝে লেখিকা হিসাবে আত্মপ্রকাশ ঘটল তারই ১০৮ পাতা'র লেখনীর মাধ্যমে। সম্প্রতি কলকাতার এক রেস্তরাঁয় আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল তার লেখা উপন্যাসের বই গ্রেস। সুপ্রীতা জানান মূলত তাঁর
লেখনীতে প্রেম ও ভালোবাসা ধরা দিয়েছে পাঠকের কাছে। উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিরা প্রত্যেকে তাঁর এই অভিনব প্রয়াস কে স্বাগত জানিয়ে বলেন " প্রতিটি ব্যক্তি, তার জীবনের সাথে উপন্যাসটিকে রিলেট করতে পারবেন"। বই প্রকাশ অনুষ্ঠান উপলক্ষ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী পার্নো মিত্র,অভিনেতা সহতাফ ফিগার,পরিচালক সত্র্যাজিৎ সেন, সুজয় প্রসাদ চ্যাটার্জী সহ অন্যানরা।।
No comments:
Post a Comment