প্রকাশিত হল সৈয়দ আহমদুল হক রচনাবলী - Songoti

প্রকাশিত হল সৈয়দ আহমদুল হক রচনাবলী

Share This

নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ সম্প্রতি বাংলার রুমী রমী সৈয়দ আহমদুল হকের সুফিবাদের উপর লেখা বইগুলির বইয়ের প্রবর্তন (সৈয়দ আহমদুল হক রচনাবলী ভলিউম ১ এবং ২) এশিয়াটিক সোসাইটির বিদ্যাসাগর হলে  প্রকাশিত হল। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সরকারের শিক্ষা মন্ত্রী  পার্থ চট্টোপাধ্যায় এবং উভয় বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সুফি সাধক সৈয়দ আহমদুল হক আজীবন সুফি সাধনায় আত্মনিয়োজিত ছিলেন। সুফি সাধনা মূলত: মুক্তবুদ্ধি সনাতন ধর্মচর্চা,ধর্মের সাথে কর্মের সমন্বয় সাধনের যে আদর্শ, মনুষ্যত্বের বিকাশ এ সবই সুফি সাধনার অন্তর্নিহিত বাণী। সৈয়দ আহমদুল হকেরসুফি সাধনার সকল দর্শন গ্রন্থাকারে প্রকাশিত করে আল্লামা রুমি সোসাইটি যা বাংলাদেশে ইতিমধ্যে বিপুল জনপ্রিয়। আর এইবই দুটি পাওয়া যাবে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়।

চিত্র ঃ উশষী দত্ত






No comments:

Post a Comment