এল পি এ এর রঙীন লেদার র‍্যাম্প ওয়াল্ক - Songoti

এল পি এ এর রঙীন লেদার র‍্যাম্প ওয়াল্ক

Share This
নিজস্ব প্রতিবেদন, কলকাতা ঃ মনে মনে তো একটাই প্রশ্ন আসছে এল পি এ কী ? এল পি এ হল ইন্ডিয়ান লেদার প্রডাক্ট অ্যাসোসিয়েশন, যা ২০১৮ সালের  র‍্যাম্প ওয়াল্ক সম্প্রতি উপস্থাপন করেছিল শহরের নাম করা পাঁচ তারা হোটেলে, উপস্থিত ছিলেন অভিনেত্রী সায়নী দত্ত সহ অনেকেই। সম্পূর্ণ  অণুষ্ঠানটির মডেলদের সুন্দর করে তুলেছেন বিশিষ্ট স্টাইলার পিঙ্কী কেনয়ার্দি। এছাড়াও মডেল ব্যবহৃত এল পি এ ব্রান্ডগুলি হল ১) Kompanero, ২) Trio, ৩) Rajda, ৪) Hunt, ৫) Freya, এবং ৬) FDDI।।

চিত্র সৌজন্য ঃ পায়েল পাল





No comments:

Post a Comment