রবি প্রণাম | দেবাশিষ পাল | সাহিত্যগ্রাফি - Songoti

রবি প্রণাম | দেবাশিষ পাল | সাহিত্যগ্রাফি

Share This

হে প্রভু,
তোমার পাহাড় প্রমাণ সৃষ্টির,
নয় শিখড়ে,
দিও গো মোরে একটুকু স্থান, 
তব সৃষ্টিরও চরনতলে।
সেখানে আমি বসিয়া, 
করিব নিত্যদিন তোমারই বন্দনা, 
রচিয়া গান শয়ে শয়ে 
তোমায় নিয়ে। 
হে প্রভু, 
করিও ক্ষমা এই অধমরে 
যদি হয় কোন ভুল 
অজান্তে গান রচনাতে ;
যদি কোথাও, 
মোর গানের সুর 
লাগে তব কানে বেসুর;
যদি কোথাও, 
মোর গানের তাল ও লয়
যায় ছিন্ন হয়ে;
যদি কোথাও, 
তোমায় মোর জানাশোনা, 
রয়ে যায় অজানা অন্ধকারে
হে প্রভু, 
আপনি সয়ং আসিয়া অনুভবে, 
দিও মোরে একটু সুযোগ, 
আপনার ভুল শুধরে নিতে;
দিও মোরে অসীম সাহস, 
জানতে তোমার অসীম সৃষ্টি। 
জানি, যদিও একজীবনে
হবেনা তোমায় জানা একেবারে। 
হে প্রভু, 
তবু মোরে করিও আশীর্বাদ, 
যেন তোমার অসীম সৃষ্টি 
না থাকে, মোর হতে 
সবটুকু অজানা অন্ধকারে। 
এই মোর প্রার্থনা রাখিলাম 
তব চরণে । 

No comments:

Post a Comment