সত্তরতম ইউনিসেফের জন্মদিনে শিশুদের উপর অত্যচার বন্ধের শপথ - Songoti

সত্তরতম ইউনিসেফের জন্মদিনে শিশুদের উপর অত্যচার বন্ধের শপথ

Share This

পায়েল পাল, কলকাতাঃ ভারতের সমাজে নারীদের মতো শিশুরাও নানাভাবে অত্যাচারীত, বিশেষ করে যৌন নির্যাতনের শিকার হচ্ছে৷ যা রীতিমত শঙ্কার উদ্রেক করে৷ শিশু অধিকার রক্ষায় বিশেষ আইনকানুনের যথাযথ রক্ষার কারনে পশ্চিমবঙ্গ সরকার


তাঁর জন্যই চলতি বছরই সম্মাননা জানিয়েছেন  কয়েকজন পুলিশ ইন্সপেক্টরকে। তাঁর পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের শিশুদের রক্ষা কবজ হিসেবে দাড়িয়ে আছে ইউনিসেফ। আজ তাঁর বয়স ৭০, কাজেই অভিজ্ঞতাও কম নয়। সাথে দাঁড়িয়ে ভারতীয় সরকার তো বটেই এবং পশ্চিমবঙ্গ সরকার। সদ্য শহরের নিক্কো পার্কে অনুষ্ঠিত হল ইউনিসেফের ৭০তম জন্মদিন।


 জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিসেফ পশ্চিবঙ্গের মুখ্য মহম্মদ মহীউদ্দীন, পশ্চিমবঙ্গ সরকারের শিশু ও  নারী কল্যান বিভাগের মন্ত্রী শশী পাঁজা এবং নিক্কো পার্কের প্রেসিডেন্ট রাজেশ রাইসিংঘানী সহ দেড়শো জন যৌনকর্মী'র সন্তান - সন্ততি। আজ থেকে আমাদের শপথ নেওয়া উচিত রাস্তায় কোনো শিশুকে আমরা অত্যাচারিত হতে দেবনা। প্রয়োজনে শিশু সহায়কারী নম্বর ১০৯৮ -এ কল করব। আর পশ্চিমবঙ্গ নয় ভারতকে শিশু অত্যাচার থেকে মুক্ত করব এমনটাই জানান মন্ত্রী শশী পাঁজা।।

No comments:

Post a Comment