মৃত্যু যখন ছিনিয়ে নিয়ে যায় বহুদূর-
কিছু মানুষ স্মৃতি হয়ে বারবার ফিরে আসে,
বেগবান জীবনের চলন্ত ছবিগুলো
এক শাশ্বত অমরত্বকে চিনিয়ে দিয়ে যায়।
বিরাট সে প্রাণশক্তির অর্বুদ বুদবুদেরা
মরণ সাগরে মিলিয়ে গিয়েও
দুই তীরে আশ্চর্য সব দাগ রেখে যায়;
যারা রয়ে গেল তাদের পাথেয় করে।
হোক না প্রয়াতের প্রতিচিত্র স্থির !
তবুও, এক ভাস্বর মূর্তিকে সামনে রেখে-
দাগ ধরে তারা এগোয় আরো কিছু পথ;
কালের মহামঞ্চে যতখানি রয়েছে মঞ্জুর।
তারপর- একদিন সেই পথেরও শেষে-
আবারো কিছু স্মৃতি তৈরী করার নতুন পর্ব,
উত্তরসূরির হাতে ব্যাটন তুলে দেয়ার পল,
শুরু হয় একইভাবে নতুনের অনন্তযাত্রা-
বিগতদিনে বিদেয় নেয়া পূর্বসূরিদের মতোই।
No comments:
Post a Comment