সঙ্গতি ওয়েবডেস্ক ঃ ২৫তম কলকাতা চলচ্চিত্র উৎসবে সপ্তমতম সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা সূচিত হয় অভিনেতা ধৃতিমান চট্টপাধ্যায়ের হাত ধরে। এবারের বক্তা চিত্রপরিচালক কুমার সাহানি। কুমার সাহানি জানান "ঋত্বিক দা শিক্ষক ছিলেন"। তিনি বলেন সাধরনের জীবনই সিনেমা'র
প্রাণকেন্দ্র, ব্যাক্তি মানুষের স্বাতন্ত্রা হিসেবে ১৯৬৮ সালের ফ্রান্সের ছাত্র আন্দোলনের প্রসংগ আনেন। এবং জানান এই আন্দোলন নিয়ে মুক্ত চিন্তার গতি পায়। সাহানি জানান, ছবির ভাষায় অনেক সময় সচেতন বা অসচেতনভাবেই কিছু পক্ষপাত তেকে যায়। সিনেমা একটি শিল্প, যা অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তাই সংখ্যাগরিষ্ঠের বিরুদ্ধে কোনো প্রতিবাদী ভাষা সিনেমাই হয়ে উঠতে পারে। যা "ভয়েসলেস সেকশন"-এর মাধ্যম হয়ে উঠতে পারে সিনেমা।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন