নিউ টাউনঃ নিউ টাউনের সিটি স্কোয়ার গ্রাউন্ডে শুরু হয়েছে এক অভিনব ও ব্যতিক্রমী আয়োজন— ‘বইমেলায় ভোজবাজি’। সাহিত্যপ্রেমী ও খাদ্যরসিকদের জন্য এই মেলা এনে দিয়েছে এক নতুন অভিজ্ঞতা, যেখানে বইয়ের সুবাসের সঙ্গে মিলেছে নানা স্বাদের খাবারের আকর্ষণ।
২৫ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই বই ও খাদ্য মেলা। ‘ইয়োর ভয়েস ট্রাস্ট’-এর উদ্যোগে আয়োজিত এই মেলায় অংশ নিয়েছে কলকাতার একাধিক নামী বাংলা ও ইংরেজি প্রকাশনা সংস্থা। পাশাপাশি রয়েছে বিভিন্ন বিশিষ্ট ফুড ব্র্যান্ড ও উদীয়মান খাদ্য উদ্যোক্তাদের স্টল।
এই মেলায় দর্শনার্থীরা একদিকে যেমন পছন্দের বই কিনতে পারবেন, তেমনই উপভোগ করতে পারবেন নানা ধরনের মুখরোচক খাবার। বই ও খাবারের পাশাপাশি মেলায় অংশগ্রহণ করেছে বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যা এই আয়োজনকে আরও সমৃদ্ধ ও বহুমাত্রিক করে তুলেছে।
উৎসবের মরশুমে জ্ঞান, সংস্কৃতি ও স্বাদের এক অনন্য মেলবন্ধনে ‘বইমেলায় ভোজবাজি’ ইতিমধ্যেই নিউ টাউনের পাশাপাশি শহরবাসীর কাছে একটি নতুন আকর্ষণ হিসেবে উঠে এসেছে।
No comments:
Post a Comment