TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ব্যাটলফিল্ড বিহার’, ০২ নভেম্বর ২০২৫, রবিবার রাত ১০টায় - Songoti

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ব্যাটলফিল্ড বিহার’, ০২ নভেম্বর ২০২৫, রবিবার রাত ১০টায়

Share This



কলকাতা : বিহারের শিয়রে ভোট। এক দিকে বিজেপি-জেডিইউ। অন্য দিকে আরজেডি-কংগ্রেস। এত দিন বিহারের ভোট আবর্তিত হতো মূলত দু’টি চরিত্রকে ঘিরে। নীতীশ কুমার এবং লালুপ্রসাদ। জয়প্রকাশ নারায়ণের স্নেহচ্ছায়ায় বেড়ে ওঠা দুই বিহারী নেতা হরিহরআত্মা বন্ধু থেকে পরিণত হয়েছেন চরমতম শত্রুতে। রাজনীতির ময়দানে দু’জনেরই ছায়া দীর্ঘ হয়েছে, তবু এ বারের ভোটেও আলোচনা তাঁদের নিয়েই। আর এ বারই উঠে এসেছেন আর এক চরিত্র। 

ভোটকুশলী প্রশান্ত কিশোর। মোদী থেকে মমতা— একাধিক মহারথীকে ভোট-বৈতরণী পার করানোর কৃতিত্ব যাঁর আস্তিনে। অতীতের পাটলিপুত্র, আজকের পটনা দখলের যুদ্ধে এই তিন চরিত্রের কে শেষ হাসি হাসবেন? সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই বিশেষজ্ঞদের মতামত ও ও গ্রাউন্ড রিপোর্ট সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ব্যাটলফিল্ড বিহার’, ০২ নভেম্বর ২০২৫, রবিবার রাত ১০টায়


No comments:

Post a Comment