তিলোত্তমাকে উৎসর্গ করে গান বাঁধলেন লোকেশ ও কন্ঠে রিমাশ্রী - Songoti

তিলোত্তমাকে উৎসর্গ করে গান বাঁধলেন লোকেশ ও কন্ঠে রিমাশ্রী

Share This


কলকাতাঃ একদিকে তিলোত্তমা কলকাতা যখন তিলোত্তমা’র বিচারের দাবিতে গর্জে উঠেছে তখন শহরের আর এক প্রান্তে সুর বাঁধলেন সুরকার ও সঙ্গীত শিল্পী লোকেশ গিরি। গানের নাম জাগো মানুষের

 দল। সহ শিল্পী রিমাশ্রী। মূলত তিলোত্তমা’র উদ্দেশে জুটি লোকেশ গিরি ও রিমাশ্রী’র সম্মাননা জ্ঞাপন এই গানটি।

No comments:

Post a Comment