"ঋতু উৎসব" আবার, আসতে চলেছে রুদ্র পলাশ ও আলোক ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে - Songoti

"ঋতু উৎসব" আবার, আসতে চলেছে রুদ্র পলাশ ও আলোক ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে

Share This

কলকাতাঃ আগামী ৩১শে আগস্ট আমাদের প্রিয় চিত্র পরিচালক , অভিনেতা ঋতুপর্ণ ঘোষের জন্মদিন ।সেই উপলক্ষে আমরা রুদ্র পলাশ নৃত্যগোষ্ঠী আগামী ৩রা সেপ্টেম্বর, জ্ঞান মঞ্চে ওনাকে শ্রদ্ধা জানিয়ে আয়োজন করতে চলেছি এক অনন্য সন্ধ্যা "ঋতু উৎসব",  সময় বিকাল ৫টা থেকে রাত ৯টা।সহযোগিতায় আছেন আলোক ফাউন্ডেশন। রূপান্তরকামী ও তৃতীয় লিঙ্গের মানুষদের জন্যে একটা বড় বার্তা ছিলেন ঋতুপর্ন ঘোষ। উক্ত দিবসে আমরা রুদ্র পলাশ বিশিষ্ট কিছু ব্যক্তিত্ব বর্গ কে "ঋতু সম্মান" জ্ঞাপন করতে চলেছি। অভিনেতা, অভিনেত্রী ছাড়াও সমাজের কিছু লড়াকু ব্যক্তিবর্গকে আমরা সম্মানিত করব ।আমরা জীবন কৃতি ঋতু সম্মান প্রদান করতে চলেছি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও অভিনেত্রী সোহাগ সেন কে। এছাড়াও ওই দিনের বিশেষ আকর্ষণ রুদ্র পলাশ এর রূপান্তরকামী নৃত্যশিল্পীদের নৃত্যনাট্য "নূতন প্রাণ দাও" যা আমরা শ্রদ্ধেয় ঋতুপর্ণ ঘোষ কে অর্পণ করব। ঋতুপর্ণ ঘোষের ছবির ১০ জন নায়িকা তাদের আত্মকথন নিয়ে আসবেন মঞ্চে এবং সবচেয়ে উল্লেখযোগ্য সেই ১০জন নায়িকার চরিত্রে অভিনয় করছেন ১০জন রূপান্তরকামী শিল্পী যা প্রথমবার । আমাদের মূল লক্ষ্য সমাজের এই রূপান্তরকামী ও তৃতীয় লিঙ্গের শিল্পীদের সামাজিক প্রতিষ্ঠা , তাদের একটু ও সম্মান যোগ্য প্লাটফর্ম দেওয়া যাতে তারা সাধারণ সমাজের বুকে নিজেদের প্রতিভা প্রকাশ এর সুযোগ পান।

রবীন্দ্রনাথ ঠাকুর, ঋতুপর্ণ ঘোষের ছবি থাকে কিছু চিত্রনাট্য সংগৃহীত হয়েছে।বাকি চিত্রনাট্য লিখেছেন মেঘ সায়ন্তনী ও সুজয় রুদ্র। মেঘ সায়ন্তনী রূপান্তরকামী আইনজীবী ও নৃত্য শিল্পী , তার দল রুদ্র পলাশ কে নিয়ে এই অনুষ্ঠান তিনি প্রতি বছর করেন । সমগ্র ভাবনা ও পরিচালনায় আছেন "মেঘ সায়ন্তনী"....

উপদেষ্টা হিসাবে আছেন আইনজীবী দেবযানী ঘোষ ও আলোক ফাউন্ডেশন। সমাজের বুকে ঋতুপর্ণ ঘোষের হাত ধরে উঠে আসবে সেই সব নায়িকাদের গল্প । এই অনুষ্ঠানে অভিনয় করছেন শিবপুর ছবির অভিনেতা রাজদীপ সরকার ও জী বাংলার ফিরকি ধারাবাহিক এর রূপান্তরকামী অভিনেত্রী কুসুম ও অভিনেতা কুশল ভৌমিক।


No comments:

Post a Comment