মুম্বইঃ কেরালা স্টোরীর বক্স অফিস সাফল্যের পর জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক বিশাখ জ্যোতি’র সুরে, বিপুল আম্রুত লাল শাহ এর প্রযোজনায়, সুদীপ্ত সেন পরিচালনায় চলে এসেছে নতুন চলচ্চিত্র “বস্তার - দ্যা নকশাল স্টোরী”। সিনেমাটি যেহেতু বিংশ শতাব্দীর সপ্তম দশকের নকশাল আন্দোলনকে কেন্দ্র করে সেহেতু সঙ্গীত পরিচালনাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহন করেছিলেন বিশাখজ্যোতি
। গান ও ব্যাকগ্রাউন্ড স্কোরের উপর সিনেমাটি’র ভিত্তি। মোট ৩টি গানের মধ্যে বন্দে ভীরম গানটি গেয়েছেন জাভেদ আলি, দন্ডকারণ্য গানটি গেয়েছেন কিঞ্জল, অঙ্কন এবং সিনেমার সঙ্গীত পরিচালক বিশাখজ্যোতি স্বয়ং, আর এই গান দুটি লিখেছেন অমরনাথ ঝাঁ ,এছাড়াও হিলে লে শীর্ষক একটি গান আছে সেটির লিরিক রিক্রিয়েশন করেছেন অনন্ত, এবং গানটি বিশাখ নিজই গেয়েছেন , এছাড়াও সিনেমার হিরোইন আদাহ শর্মা আর বিশাখ একসাথে জুটি বেঁধে দর্শক দেরকে একটা নতুন মিউজিক
এর চমক দেওয়ার জন্যেও প্রস্তুত।বিশাখ জানিয়েছেন, " আমি ভাগ্যবান যে বস্তারের মতো এতো বড় বাজেট সিনেমার জন্য আমার পরিচালক ও প্রযোজক আমার প্রতি আস্থা রেখেছেন, পুরো ছবির সঙ্গীত পরিচালনা আমার নিজের কাঁধে,আমায় কারোর সঙ্গে স্ক্রীন এ নাম শেয়ার করতে হয়নি। আমি কৃতজ্ঞ আমার মিউজিক টিমের কাছে যে আমি দেশের পাশাপাশি যখন বিদেশে গিয়ে অন্য টাইম জোনে কাজ করছি ওঁরা আমায় সাথে দিন-রাত এক করে কাজ করেছে, বিশেষ কোরে আমার অ্যারেঞ্জার সম্রাট ,
সাউন্ড ডিপার্টমেন্টএর সব্বাই । সর্বোপরি আমি কৃতজ্ঞতা জানাবো সুদীপ্ত দা এবং বিপুল আম্রুত লাল শাহ জি’কে আমায় এই সুযোগটি দেওয়ার জন্য আর এরকম একটা বিষয় নিয়ে সিনেমা বানানোর জন্য ।
No comments:
Post a Comment