Lifestyle Expo: ঘর সাজানোর জিনিস থেকে মনের গান আর জিভে জল আনা খাবার, শুরু TV9 Bangla’র লাইফস্টাইল এক্সপো - Songoti

Lifestyle Expo: ঘর সাজানোর জিনিস থেকে মনের গান আর জিভে জল আনা খাবার, শুরু TV9 Bangla’র লাইফস্টাইল এক্সপো

Share This

কলকাতাশীতের এখন পড়ন্তবেলা। শহরজুড়ে প্রেমের মরসুম। আর প্রেম মানেই প্রিয়জনের সঙ্গে ভাগ করে নেওয়া কিছু সুন্দর মুহূর্ত। মনের মতো গানচুটিয়ে খাওয়াদাওয়া আর ইচ্ছামতো শপিংয়ে আগামী তিনদিন সেই প্রেম জমিয়ে দেওয়ার দায়িত্ব টিভিনাইন বাংলার এই লাইফস্টাইল এক্সপোর

Link: TV9 Bangla Lifestyle Expo: বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শুরু হয়ে গিয়েছে এক্সপো

https://youtu.be/0PxRvp7-7IU

 

ভারতের বৃহত্তম লাইফস্টাইল এগজিবিশনের উদ্বোধন হল সল্টলেক বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে (মিলন মেলা প্রাঙ্গণ)। আজ শুক্রবার থেকে তিনদিন ধরে চলবে টিভিনাইন বাংলার এই এক্সপো। এক ছাদের তলায় দেশ বিদেশের নানা স্টললাইভ মিউজিক শো এবং জিভে জল আনা সব খাবারের সমারোহ। শুক্রবার এই লাইফস্টাইল এক্সপোর উদ্বোধন করেন টিভিনাইন বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যটিভিনাইন নেটওয়ার্কের সিওও বিক্রমসিআরও টিভিনাইন নেটওয়ার্ক অমিত ত্রিপাঠীটিভিনাইন বাংলার বিজনেস হেড গৌতম সরকার ও টিভি নাইনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব মূলচন্দানি



শীতের এখন পড়ন্তবেলা। শহরজুড়ে প্রেমের মরসুম। আর প্রেম মানেই প্রিয়জনের সঙ্গে ভাগ করে নেওয়া কিছু সুন্দর মুহূর্ত। মনের মতো গানচুটিয়ে খাওয়াদাওয়া আর ইচ্ছামতো শপিংয়ে আগামী তিনদিন সেই প্রেম জমিয়ে দেওয়ার দায়িত্ব টিভিনাইন বাংলার এই লাইফস্টাইল এক্সপোর

টিভিনাইন বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য বলেন, “এটা আমাদের দ্বিতীয়বারের আয়োজন। আমাদের জীবনে প্রতি মুহূর্তে যা ঘটছেসেটাই তুলে ধরা হয় খবরের মাধ্যমে। আর সেই জায়গাগুলি ছুঁয়ে যেতে হলে মানুষের জীবনের এগুলোও প্রাসঙ্গিক। এই লাইফস্টাইল ফেয়ারে গাড়ি থেকে শুরু করে খাবারফার্নিচারজামাকাপড় সব আছে। হস্তশিল্পীদের জন্যও আলাদা জায়গা রেখেছি। দিনভর নানা ব্যান্ড পারফর্ম করবে।”

প্রসাধনীঘর সাজানোর জিনিসহস্তশিল্প থেকে আসবাবপত্রঅটোমোবাইল সামগ্রীসমস্ত কিছুর সম্ভার থাকছে এই এক্সপোতে। থাকছে খাদ্যরসিকদের জন্য জমাটি ফুড ফেস্টিভ্যালও। আর পছন্দের ডিশ হাতে নিয়ে কানে যদি আসে মনের গানতাহলে তো রোম্যান্স জমে ক্ষীর। সে কথা মাথায় রেখেই থাকছে বাংলা গানের দল ‘দোহার’, ‘চন্দ্রবিন্দু’। থাকছে মীরের ‘ব্যান্ডেজ’-এর বিশেষ অনুষ্ঠানও

No comments:

Post a Comment