কলকাতাঃ সদ্য রাজধানীতে হয়ে গেল সৌন্দর্য প্রতিযোগীতা মিসেস ইউনাইটেড নেশন। সেখানেই অংশগ্রহন করেছিলেন বঙ্গ তনয়া সীমা দাস। সীমা পেশাগতভাবে শাস্ত্রীয় নৃত্য শিল্পী এবং ওয়েলনেস কোচ। বিশ্বের মোট ৫টা দেশ থেকে এসেছিলেন
অংশগ্রহণকারীরা, তারমধ্যে বাদ পড়েনি ভারত। ভারত থেকে মোট চার জন অংশগ্রহণকারীর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ছিলেন সীমা দাস এবং সেখানে তিনি মিসেস সেন্ট্রাল এশিয়া ইউনিভার্স খেতাব অর্জন করেন। সীমা তার এই অর্জনের পর জানান “বিবাহের পরও স্বপ্ন সত্যি করা যায় নিজের পরিচয়ে। প্রতি
পদে ছোটো ছোটো হোঁচট খাওয়া এবং সেখান থেকে শিক্ষা পাওয়াই আমার এই খেতাব অর্জনের জন্য ঠেলে দিয়েছে। তবে এটা ঠিক ঘরে ও বাইরে দুই দিকেই সামঞ্জস্য রেখেই খেতাব পাওয়াটাই আমাকে আগামী দিনে ভালো করার দিকে ঠেলে দিয়েছে।।”
No comments:
Post a Comment