কলকাতা: কোভিড পরবর্তী সময়ে দ্রুতগতির জীবনযাত্রায় স্বাস্থ্যের সঠিক যত্নআত্তি ছাড়া উপায় নেই। তাই ফের সুস্বাস্থ্যের সন্ধানে TV9 বাংলা। ১৮ অগস্ট TV9 বাংলার উদ্যোগে কলকাতার স্বভূমিতে আয়োজন করা হয়েছিল সুস্বাস্থ্য হেলথ কনক্লেভ ও এক্সেলেন্স অ্যাওয়ার্ডস-এর। শহরের সেরা হসপিটাল ও স্বাস্থ্য পরিষেবা সংস্থাগুলির চিকিৎসক ও বিশেষজ্ঞরা হাজির ছিলেন অনুষ্ঠানে। রোগভোগের উপসর্গ, জীবনযাত্রার সঙ্গে তার যোগ, প্রতিকার ও উপশম নিয়ে খোলামেলা আলোচনাতে অংশ নিলেন তাঁরা। শেষে ছিল পুরস্কার বিরতরণ অনুষ্ঠান। স্বাস্থ্যরক্ষায় নিরলস রাজ্যের একগুচ্ছ সেরা প্রতিষ্ঠান ও চিকিৎসককে সম্মানিতও করল TV9 বাংলা।
কনক্লেভ-এর প্রথম সেশনের বিষয় ছিল ফ্যাটি লিভার ডিজিসের সঙ্গে বর্তমান জীবনের গতির যোগ, সেই রোগ নির্ণয় ও প্রতিকার। দ্বিতীয় সেশনে উঠে এল হৃদরোগ প্রসঙ্গ। আচমকা হার্ট অ্যাটাক, তরুণদের মধ্যেও এর বাড়বাড়ন্ত, বিশেষত অতিমারির পরের সময়ে কী ভাবে হার্ট অ্যাটাক প্রতিরোধ করা উচিত, সে নিয়ে আলোচনা করলেন বিশেষজ্ঞরা। কথায় কথায় এল আধুনিক লাইফস্টাইলের সঙ্গে প্রস্টেট ডিসিজ এবং এর নতুন চিকিৎসা পদ্ধতি। তৃতীয় সেশনে আলোচ্য বিষয় ছিল ইমার্জেন্সি ও ক্রিটিক্যাল কেয়ারের খুঁটিনাটি, ভেন্টিলেটরের প্রয়োজনীয়তা এবং এমআরআই ও সিটি স্ক্যানে অগ্রগতি। শহর ও শহতলিতে এখন ডেঙ্গুর প্রাদুর্ভাব। ডেঙ্গু হলে কী করবেন, কী করবেন না, সেটাও উঠে এল আলোচনায়। চতুর্থ সেশনের বিষয় ছিল বিশেষ ভাবে সক্ষম শিশুদের জন্য চিকিৎসা, চোখের সুরক্ষা ও চিকিৎসা। আলোচনা হল ডায়াবিটিস ও তার প্রতিরোধ-প্রতিকার, সব ধরনের রোগ নিরাময়ে বিকল্প হিসেবে হোমিয়োপ্যাথি ও আয়ুর্বেদের চিকিৎসা পদ্ধাতি ও তার ব্যবহার নিয়েও। হেলথ কনক্লেভ ও এক্সেলেন্স অ্যাওয়ার্ডস-এর প্রাপক-তালিকায় রয়েছে...
আইপিজিএমইর ও এসএসকেম
এনআরএস হসপিটাল
ক্যালকাটা মেডিক্যাল কলেজ, আইএইচবিটি
ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, কলকাতা
আরএন টেগোর হসপিটাল, মুকুন্দপুর
আইরিস হসপিটাল
ওয়াইহো হসপিটাল ও মেডিক্যাল কেয়ার
কোঠারি মেডিক্যাল সেন্টার
সুরক্ষা ডায়াগনসটিক্স
নারায়ণা সুপার স্পেশ্যালিটি হসপিটাল, হাওড়া
প্যারামাউন্ট হেলথ কেয়ার
সামারিটান মেডিক্যাল সার্জিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার
ডঃ ধিমান গঙ্গোপাধ্যায়, পালমনোলজিস্ট
ডঃ পি অরুণ, টাটা মেডিক্যাল সেন্টার
ডঃ শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়, রিউমাটোলজিস্ট
ডঃ অমিয়কুমার হাটি, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের প্রাক্তন ডিরেক্টর
নারায়ণা মাল্টিস্পেশ্যালিটি হসপিটাল, যশোহর রোড, কলকাতা
বিজয় ডায়াগনসটিক সেন্টার
অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টার
মনোরমা হসপিটেক্স প্রাইভেট লিমিটেড
মা ইএনটি স্পেশ্যালিটি হসপিটাল, কলকাতা
সুশ্রুষা শিশু সেবা নিকেতন
টিএস মেডিনোভা
ইন্ডিয়া ট্রিটমেন্টস.কম
ওডিএম হসপিটাল
ডঃ এসসি দেব হোমিয়ো রিসার্চ ল্যাবরেটরি প্রাইভেট লিমিটে
চন্দ্র ব্রাদার্স মেডি-মেড প্রাইভেট লিমিটেড
TV9 বাংলার এই কনক্লেভ ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানের স্পনসর ছিল সুরক্ষা ক্লিনিক অ্যান্ড ডায়াগনসটিক্স, অক্সিজোন বুকস ও শ্রবণী।
সমগ্র অনুষ্ঠানটি দেখানো হচ্ছে TV9 বাংলায়। আগামী ২৭ অগস্ট, রবিবার বেলা ১১ এবং বিকেল সাড়ে ৪টে এবং ৩ সেপ্টেম্বর, রবিবার বেলা ১১ এবং বিকেল সাড়ে ৪টেয়।
No comments:
Post a Comment