নক্ষত্র সমাবেশ বাংলার প্রথম টিভি-ওটিটির পুরস্কার TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডসে - Songoti

নক্ষত্র সমাবেশ বাংলার প্রথম টিভি-ওটিটির পুরস্কার TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডসে

Share This

কলকাতা: দেশের এক নম্বর নিউজ নেটওয়ার্ক TV9 গোষ্ঠীর চ্যানেল TV9 বাংলা গত শনিবার বাইপাসের জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে এক তারকাখচিত অনুষ্ঠানে পুরস্কৃত করলো বাংলার সেরা সিরিয়াল এবং OTT সিরিজকে আর তার কুশীলবদের। চোখ ধাঁধানো এক অনুষ্ঠানে ছোট পর্দার বিনোদন জগতের সেরাদের হাতে তুলে দেওয়া হলো 'TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস ২০২৩'। বাংলায় এমন আয়োজন এই প্রথম

শনিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য  সম্প্রচার এবং যুব বিষয়ক  ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। এছাড়াও ছিল চোখ ধাঁধানো নক্ষত্র সমাবেশ। ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জিদেবঋতুপর্ণা সেনগুপ্তশুভশ্রী গাঙ্গুলীরাইমা সেনশ্রাবন্তী চ্যাটার্জিসোহম চক্রবর্তী অরিন্দম শীলসহ বাংলা চলচ্চিত্র জগতের দিকপালরা।  ছাড়াও রাজনীতির জগৎ থেকে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদারমহম্মদ সেলিম ,কুনাল ঘোষদিলীপ ঘোষসহ আরও অনেকে

টেলিভিশনথিয়েটারসঙ্গীত  বিনোদন জগতের প্রথিতযশা ব্যক্তিত্বদের নিয়ে তৈরি হয়েছিল বিচারকমণ্ডলী। যাঁদের মধ্যে ছিলেন প্রভাত রায়অনিরুদ্ধ রায় চৌধুরীশঙ্করলাল ভট্টাচার্যধৃতিমান চ্যাটার্জিমুনমুন সেনরাতুল শঙ্করউজ্জল চক্রবর্তীঅর্ঘকমল মিত্রতেজেন্দ্র নারায়ণ মজুমদারশ্রীজাতদেবেশ চট্টোপাধ্যায়কুণাল সরকারঅনিরুদ্ধ চাকলাদার  অবন্তী চক্রবর্তী। এঁরাই বেছে নিয়েছিলেন গুণমানে সেরাজনপ্রিয়তায় শীর্ষে থাকা টেলিভিশন সিরিয়াল, OTT শো-গুলিকে এবং তাদের অভিনেতা-অভিনেত্রীকলাকুশলীদের। টেলি সিরিয়াল এবং OTT এই দুই ক্ষেত্রেই বিভিন্ন বিভাগে ছিল সেরার পুরস্কার। বাঙালি ইউটিউবারদের প্রতিভাকেও কুর্নিশ জানানো হয় অনুষ্ঠানে। রুপোলি পর্দা এবং বিনোদন জগতের রথীমহারথীদের সঙ্গে এই অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করতে মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করেন রূপম ইসলামনচিকেতাসৌরেন্দ্র-সৌম্যজিৎ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন তিন জনপ্রিয় তারকা অর্পিতা চট্টোপাধ্যায়পরমব্রত চট্টোপাধ্যায় এবং আবির চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি TV9 বাংলা চ্যানেলে আগামী রবিবার২৫ জুন সন্ধ্যা ০৬:০০-টায় সম্প্রচার করা হবে।

TV9 গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর  সিইও বরুণ দাস জানান, "একমাত্র শিল্পই আমাদের সবাইকে এক জায়গায় নিয়ে আসেভোলায় ভেদাভেদ। আজকের দিনে টিভি সেলুলয়েডের সিনেমাকে বেডরুমে নিয়ে চলে এসেছে। উঠে এসেছে বহু নতুন প্রতিভা। বিনোদন আজ সফট পাওয়ার। TV9 বাংলা এই প্রথম ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে সেই শিল্প  শিল্পীদেরকেই সম্মান জানালো। আজ বাংলায় প্রতিভা অফুরন্ত। আমি সবসময় আশাবাদী।


 সেই দিন খুব তাড়াতাড়ি আসবেযেদিন এই বাংলা আবার দেশকে পথ দেখাবে এবং আবার আমরা বলবো -What Bengal thinks today India thinks tomorrow.”

ভারত সরকারের তথ্য  সম্প্রচার এবং যুব   ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর বলেছেন, "আমি মনে করি কোভিড-১৯ এর সময় OTT সবচেয়ে বড় মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে । আমি বিশ্বাস করি সফ্ট পাওয়ারের কোনও সীমানা নেই তবে OTT আজ পরিবারের সবাই দেখছে ,তাই নিয়ন্ত্রণের বিষয়টাও স্বাভাবিকভাবেই উঠে আসছে৷ আমি আজকের জয়ীদের অভিনন্দন জানাই। শিল্প  বিনোদনের ক্ষেত্রে আপনাদের অবদান অনস্বীকার্য।

 

Winner’s Name

 

TV9 বাংলা ঘরের বায়োস্কোপ ২০২৩ -এর বিজয়ী তালিকা :-

সেরা ডিওপি - ওয়েব সিরিজ - রম্যদীপ সাহা - ইন্দুবালা ভাতের হোটেল - হইচই

সেরা শিল্পনির্দেশক - সুভাষ সাহা - জনি বনি – ক্লিক

সেরা চলচ্চিত্র সম্পাদক - ওয়েব সিরিজ - সংলাপ ভৌমিক - ইন্দুবালা ভাতের হোটেল - হইচই

সেরা আবির্ভাবেই চমক (পুরুষ) -টিভি সিরিয়াল - সুকৃত সাহা - কমলা  শ্রীমান পৃথ্বীরাজ - স্টার জলসা

সেরা আবির্ভাবেই চমক - (মহিলা) - টিভি সিরিয়াল - অঙ্কিতা মল্লিক - জগদ্ধাত্রী - জি বাংলা

সেরা খলনায়ক - (পুরুষ) - টিভি সিরিয়াল - জয়জিৎ ব্যানার্জী - টুম্পা অটোওয়ালি - কালার্স বাংলা

.  সেরা খলনায়ক - (মহিলা) - টিভি সিরিয়াল - অহনা দত্ত - অনুরাগের ছোঁয়া - স্টার জলসা

সেরা পার্শ্বচরিত্র - (পুরুষ) - টিভি সিরিয়াল - অনিন্দ্য চ্যাটার্জী - গাঁটছড়া - স্টার জলসা

.সেরা পার্শ্বচরিত্র - (মহিলা)- টিভি সিরিয়াল - রূপসা চক্রবর্তী - জগদ্ধাত্রী - জি বাংলা

১০সেরা জুটি - টিভি সিরিয়াল - আদৃত রায়  সৌমিতৃষা কুন্ডু - মিঠাই - জি বাংলা

১১সেরা জুটি (জুরি) - টিভি সিরিয়াল - দিব্যজ্যোতি দত্ত  স্বস্তিকা ঘোষ - অনুরাগের ছোঁয়া - স্টার জলসা

১২সেরা পার্শ্বচরিত্র -(পুরুষ) - ওয়েব সিরিজ - অমিত সাহা - বিরহী  - উরিবাবা

১৩সেরা পার্শ্বচরিত্র - (মহিলা) - ওয়েব সিরিজ - দিতিপ্রিয়া রায় - বোধন - হইচই

১৪সেরা সঙ্গীত পরিচালক - ওয়েব সিরিজ - অমিত চ্যাটার্জী - শ্রীকান্ত - হইচই

১৫সেরা ইউটিউবার - কিরন দত্ত - (বং গাই)

১৬বিশেষ স্বীকৃতি অ্যাওয়ার্ড - খেয়ালী দস্তিদাররবিন ঘোষ,  লিলি চক্রবর্তীশংকর চক্রবর্তী ,মিতা চ্যাটার্জী

১৭সেরা নন ফিকশন শো -  দিদি নং  - জি বাংলা

১৮.সেরা ওয়েব সিরিজ - ইন্দুবালা ভাতের হোটেলহইচই

১৯সেরা টিভি সিরিয়াল - মিঠাই -  জি বাংলা

২০সেরা টিভি সিরিয়াল (জুরি) - অনুরাগের ছোঁয়া - স্টার জলসা

২১সেরা নির্দেশক - টিভি সিরিয়াল - অনুপম হরি - অনুরাগের ছোঁয়া - স্টার জলসা

২২সেরা নির্দেশক (জুরি)- টিভি সিরিয়াল - রাজেন্দ্রপ্রসাদ দাস - মিঠাই - জি বাংলা

২৩সেরা নির্দেশক - ওয়েব সিরিজ - দেবালয় ভট্টাচার্য -

No comments:

Post a Comment