কলকাতাঃ কলকাতার মানুষ বইপ্রমী। তাই কলেজস্ট্রীটের মতো এক বিশাল বই মার্কেট এর খ্যতি বিশ্ব জোড়া। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে মানুষ যখন উইন্ডো শপিং এ বই কিনতে ব্যাস্ত তখন শহরে নতুন বই
উপহার দিলেন শিক্ষক অনীশ কাঞ্জিলাল। বইয়ের নাম ওয়াকেল। সদ্য কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হল তাঁর বই। উপস্থিত ছিলেন ভারতীয় চলচ্চিত্র পরিচালনা জগতের অন্যতম নাম কমলেশ্বর মুখার্জী।।
No comments:
Post a Comment