কলকাতাঃ সঙ্গীত আবারও মিলিয়ে দিল দুই বাংলাকে। গানে গানে, কথায়, সুরে। ওপার বাংলার জনপ্রিয় শিল্পী দম্পতি এস এম খালেদ এবং রুমা খালেদের সঙ্গে এই বাংলার বিদূষী শিল্পী হৈমন্তী শুক্লা। ১২ টি গানের একটি পূর্ণাঙ্গ অ্যালবাম- মন কেমনের গান প্রকাশ পেল ১৯ মার্চ সন্ধ্যায়, কলকাতা প্রেস ক্লাবে। উপস্থিত ছিলেন দুই বাংলার শিল্পীরাই। উৎপল দাসের লেখায় ১২টি গানের সুরকার, রামকুমার চট্টোপাধ্যায় ঘরানার উত্তরসুরি ঋষিকুমার চট্টোপাধ্যায়। তাঁরই সঙ্গীতায়োজনে এই ১২টি মৌলিক গান নতুন ভাবে পেলেন বাংলা গানের শ্রোতারা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে বর্ষীয়ান শিল্পী হৈমন্তী শুক্লা বললেন, নতুন বাংলা গানে ভাল সুর, ভাল কথা এখন তেমন একটা আসছে না। সেই অভাব মেটাতে পারে এই গানের অ্যালবাম। সুরের এক অন্যরকম ঘরানা রয়েছে গানগুলোয়। সুরকার ঋষি কুমার চট্টোপাধ্যায়ও বলেন, ভিন্ন সুরের মেজাজে গানগুলোকে বাঁধার একটা প্রয়াস তিনি করেছেন। বাংলাদেশের দুই শিল্পী, এমন কাজ করতে পেরে উচ্ছ্বসিত। টানা একমাসের বেশি সময় শিল্পী দম্পতি, এস এম খালেদ এবং রুমা খালেদ কলকাতায় থেকে গানগুলির রেকর্ডিং, শ্যুটিং করেছেন। তাঁরা চান, দুই বাংলার শিল্পীদের সমন্বয়ে আরও এমন কাজ হোক বাংলা সঙ্গীতের জন্য। প্রসঙ্গত, প্রবাদপ্রতিম শিল্পী হৈমন্তী শুক্লা, এই দুই শিল্পীর গানের ভুয়সী প্রশংসাও করেন এদিন।
No comments:
Post a Comment