আই লিড এ হয়ে গেল শর্ট ফিল্ম "ফোবিয়া"র ট্রেলার লঞ্চ অনুষ্ঠান - Songoti

আই লিড এ হয়ে গেল শর্ট ফিল্ম "ফোবিয়া"র ট্রেলার লঞ্চ অনুষ্ঠান

Share This

কলকাতাঃ শর্ট ফিল্ম "ফোবিয়া" এর ট্রেলার লঞ্চ হল  "আইলিড ইনস্টিটিউট"-এ যেখানে পরিচালক পীযূষ চ্যাটার্জি সহ পুরো কাস্ট এবং ক্রু উপস্থিত ছিলেন। পার্থ চ্যাটার্জি এবং পীযূষ চ্যাটার্জি দ্বারা প্রযোজিত এবং পীযূষ ফিল্মস অফিসিয়াল (ইউটিউব চ্যানেল) দ্বারা নিবেদিত ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অন্যান্যদের পাশাপাশি রানা ভট্টাচার্য, রীমা মন্ডল এবং মৃণাল দাস অভিনয় করেছেন এবং অন্যান্য চরিত্রে শুভদীপ এবং দীপ ৷ ছবিটির নাম 'ফোবিয়া' যা মোটামুটিভাবে ভয়কে অনুবাদ করে  সাধারণ মানুষের ভাষায়। ছবিটি এমন একজন মানুষের গল্প, যে তার জীবনে হাজার ক্রাইসিস লঙ্ঘন না করতে পেরে নিজে সমাজ চূত হতে বসে । সবার কাছে হাসির পাত্র হয় । এমন সময় তার ভালোবাসার মানুষ তাকে বলে দুই মাসের মধ্যে যদি তাদের বিয়ে না হয় তাহলে তাদের এই ভালোবাসা ভেঙে যাবে । যা রানা সহ্য করতে পারে না ক্রমশ সে মানুষিক ভাবে দুর্বল হতে থাকে এমন সময় । বান্ধবীকে খুব ভালোবাসাই তাকে হারানোর ভয়ে তার গার্লফ্রেন্ড অন্য কেউ হয়ে যায় তাই লোকটি তার বান্ধবীকে খুন করে কারণ সে তাকে হারাতে চায় না। ছবিটির চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন পীযূষ চ্যাটার্জি। গল্পটি লিখেছেন প্রশান্ত দাস। ছবিটির শুটিং হয়েছে মূলত  কলকাতা ঘিরে। গানটি লিখেছেন পীযূষ চ্যাটার্জি এবং সুর করেছেন তন্ময় সাধক, যিনি টলিউড সুপারস্টার জিতের চলচ্চিত্র 'শেষ থেকে শুরু'-এ তার 'মধুবালা' গানের জন্য পরিচিত। তিনি একটি র‌্যাপ গান- 'কলি কালের রাধা'-এর জন্যও কণ্ঠ দিয়েছেন, যেটি সাকিব খানের "নোলক" চলচ্চিত্রের একটি জনপ্রিয় ট্র্যাক ছিল।গান গেয়েছেন সা রে গা মা পা খ্যাত এবং দেব প্রযোজিত "চ্যাম্প" সিনেমা র গায়কী সুপ্রতীক ভট্টাচার্য। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে এটিই তাদের প্রথম উদ্যোগ। পরিচালক পীযূষ চট্টোপাধ্যায় বলেন, “বাংলাদেশের মতো বাণিজ্যিক শর্ট ফিল্মের বিশাল সুযোগ নেই। এখানে শর্ট ফিল্ম বেশির ভাগ ফিল্ম উৎসবের জন্য তৈরি করা হয় । সিনেমাটিতে চিত্রগ্রাহক হিসেবে সুভম দে । এই চলচ্চিত্রটি একটি রোমাঞ্চকর জয় রাইড যেখানে দর্শকরা আবেগে আপ্লুত হওয়ার আশা করতে পারেন। শীঘ্রই মুক্তি পেতে যাওয়া ছবিটি একটি থ্রিলার যা দর্শকদের আবেগকে জাগিয়ে তুলবে।।

No comments:

Post a Comment