পায়েল পাল, কলকাতাঃ ছোট পর্দায় আসছে একাধিক নতুন ধারাবাহিক আগামী সোমবার থেকে ।কোথাও ঘরোয়া গল্পের ঢালাও উপকরণ, কোথাও আবার আপাদ মস্তক ঢেলে সাজানো গল্পের ভাড়ারে নতুন কোনো কল্প কাহিনি । বিভিন্ন প্রেক্ষাপটের গল্পের মাঝে এখন টানটান উত্তেজনা পর্ব তুঙ্গে। নাগ-নাগিনদের গল্প এই মর্মে নতুন কিছু নয়। তবে এবার তেমনই এক প্রেক্ষাপটে নতুন গল্প আসছে প্রতিদিন ঠিক সন্ধ্যা সাতটায়। ধারাবাহিকের প্রধান চরিত্র এক নাগ কন্যা – সুনেত্রা। সাধারণত এই ধরণের কাহিনির ক্ষেত্রে প্রতিশোধের আগুনই প্রধান হয়ে দাঁড়ায়। এই গল্পের মূলেও তেমনই এক কাহিনি। সুনেত্রা ফিরে এসেছে তার সাত জন্মের প্রতিশোধ নিতে।
সুনেত্রা ফিরে এসেছে তার সাত জন্মের প্রতিশোধ নিতে | রাক্ষস দমন করে নাগমনি কে সুরক্ষিত করতে । রাক্ষস দমন এর এক মাত্র উপায় এক নাগিনের সঙ্গে এক মানুষের প্রনয় | সুনেত্রা কি পারবে নাগমনি কে সুরক্ষিত করতে ? এই গল্প হলো এক নাগকন্যার প্রণয় ও প্রতিশোধের গল্প। টি আর পি তালিকায় কত নম্বরে জায়গা করে নেবে সুনেত্রা এখনই তা দেখার।।
No comments:
Post a Comment