INIFD আয়োজন করল বার্ষিক স্নাতক ফ্যাশন শো - Songoti

INIFD আয়োজন করল বার্ষিক স্নাতক ফ্যাশন শো

Share This

কলকাতাঃ ২৫ বছর ধরে ঐতিহ্যের সাথে ফ্যাশন সেন্টার হিসেবে যারা পরিচিতি  লাভ করেছে তারা হল INIFD। সারা বিশ্বে প্ল্যাটিনাম সেন্টার হিসবে পরিচিত INIFD, তাদের ‘Elixir 2022’ শীর্ষক বার্ষিক স্নাতক ফ্যাশন শো করে সম্প্রতি। তাদের এই বছরের থিম ছিল 'ভারতীয় শিল্পের পুনরুজ্জীবন', মূলত আমাদের দেশের তাঁত এবং কাপড়ের উপর দৃষ্টি নিবদ্ধ করে তার সৃজনশীল মহিমায় তুলে ধরা ছিল মূল লক্ষ্য। স্নাতক শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের গন্ডি থেকে বেরিয়ে এসে  ১৭ই আগস্ট আইটিসি রয়্যাল বেঙ্গলে খ্যাতিমানদের উপস্থিতিতে তাদের কাজ উপস্থাপনা করে।শিক্ষার্থীরা  তাদের তৈরী ডিজাইনের সাথে সৃজনশীলতা - উদ্ভাবন ক্ষমতাকে প্রকাশ করার জন্য ফাইনাল ইয়ারের শিক্ষার্থীদের এবং

 প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি মেম্বারদের সাহায্য পেয়েছিল।যা কঠোর পরিশ্রমের চূড়ান্ত পরিণতি হিসেবে সাম্যক ধারণা তৈরী করা  যা  ভারতীয় শিল্পকে এই ময়দানে একজন ডিজাইনার হিসেবে দেশীয় কারুশিল্পের স্থায়িত্ব এবং মূল্যের অন্তর্ভুক্ত করা। তাই ভারতের পরিবর্তিত জলবায়ুতে সমানভাবে ফ্যাশনকে বজায় রাখা যায় তার প্রতি নজর দিয়েছেন শিক্ষার্থীরা। 'অনলি প্লাটিনাম সেন্টার' INIFD তাদের বিশ্ব সেরা স্বীকৃতির জন্য তারা আরও দ্বায়িত্বের সাথে ছাত্রছাত্রীদের জন্য ক্যাম্পাস, অত্যাধুনিক অবকাঠামো, হাতে-কলমে অভিজ্ঞতার উপর ফোকাস এবং একটি সংগঠিত ও ডেডিকেটেড ইন্টার্নশিপ সেল তৈরী করেছে। এছাড়াও ফি বছর শিক্ষার্থীদের ১০০ শতাংশ কর্ম সংস্থানে তারা সাহায্য

 করে। ২৫ বছর ধরে অব্যাহত প্রতিষ্ঠান হিসেবে পেশাদার শ্রেষ্ঠত্ব, নতুন দৃষ্টিভঙ্গি এবং দক্ষতাকে গুরুত্ব দিয়ে অবিচল থেকেছে । Elixir 2022 শীর্ষক বার্ষিক স্নাতক ফ্যাশন শো তে শিক্ষার্থী এবং মডেলদের র‌্যাম্পে চমত্কার সাথে হাঁটতে দেখা গেছে প্রখ্যাত অভিনেতা আবীর চ্যাটার্জি, শহরের বিশিষ্ট ফ্যাশন ডিজাইনারদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশ - বিদেশের কনস্যুলেট থেকে শুরু করে এই শহুরের বিশিষ্ট অতিথি, সম্মানিত কর্পোরেট অতিথি, ফ্যাশন খুচরা বিক্রেতা এবং সহ অনেকেই।।

No comments:

Post a Comment