ভিন্ন স্বাদের স্বল্প দৈর্ঘ্যের ছবি প্রসেনজিৎ দাসের আলোয় ফেরা - Return to Light - Songoti

ভিন্ন স্বাদের স্বল্প দৈর্ঘ্যের ছবি প্রসেনজিৎ দাসের আলোয় ফেরা - Return to Light

Share This


কলকাতাঃ প্রয়াস কমিউনিকেশন এর প্রযোজনায়, পরিচালক প্রসেনজিৎ দাসের পরিচালনায় আসতে চলেছে নতুন বাংলা স্বল্প দৈর্ঘ্যের ছবি "আলোয় ফেরা - Return to Light"। অভিনয়ে দেখা যাবে বুলবুলি পাঁজা, অমিত পালকে। "ছবিতে একটি সন্ধ্যায় দুটি ভিন্ন ভাবনার মানুষ কিভাবে প্রেমের বন্ধনে এক হলেন

 তারই গল্প তুলে ধরা হয়েছে।  বুলবুলি - অমিত দুজনেই এতো সুন্দরভাবে তাদের চরিত্র ফুটিয়ে তুলেছে যে গল্পকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। ফলত, দর্শকের মনে ভাবনা চিন্তার অনেক গুলোর দরজা খুলে যাবে এটা আমার বিশ্বাস" - বললেন পরিচালক প্রসেনজিৎ দাস। সিনেমার চরিত্র প্রসঙ্গে


 অভিনেত্রী বুলবুলি বলেন, "এই চরিত্রটা খুব ইন্টেরেস্টিং, কাট টু কাট। কোনো রকম বাহুল্য নেই, অতিরঞ্জন নেই। একদম অন্য স্বাদের গল্প, দর্শকরা দেখতে ইন্টেরেস্ট পাবেন।" প্রসঙ্গত, এই স্বল্প দৈর্ঘ্যের ছবি একটি জাতীয় পর্যায়ের ওটিটি প্ল্যাটফর্ম এর জন্য শ্যুট করা হচ্ছে। যা মোটামুটি পুজোর আগেই মুক্তি পাবে বলে আশাবাদী প্রযোজক সংস্থা।।

No comments:

Post a Comment