কলকাতা, ১ জুন: অ্যাকশন দৃশ্য মানেই উত্তেজনায় ভরপুর। সেই উত্তেজনার পিছনে থাকে আশঙ্কা, ভয়, প্রাণের ঝুঁকি। নায়কের বাহাদুরি দেখতে অভ্যস্ত দর্শক। সিনেমায় দেখি, নায়ক ঝাঁপিয়ে পড়ছেন দশতলা বাড়ি থেকে, কাচের দরজা ভেঙে এগিয়ে চলেছেন নায়ক। বা আগুনে জ্বলতে জ্বলতে ছুটছে ভিলেন। নায়ক ও ভিলেনের হয়ে আসলে লড়াইটা করেন তাঁদের ডামি ও স্টান্টম্যানরা। পর্দায়
একজন নায়ককে সত্যিকারের নায়ক করে তোলেন স্টান্টম্যান। তাঁদের কথা আমাদের অনেকটাই অজানা। প্রত্যেক স্টান্টম্যান ও ফাইট মাস্টারের আছে নিজস্ব জীবনযুদ্ধের গল্প। যে যত ঝুঁকি নিয়ে কাজ করতে পারেন, তাঁর মূল্য তত বেশি। মূল্যটা ঝুঁকির। মানুষটা প্রায় নিমিত্ত মাত্র। জীবনের ঝুঁকি নেওয়া এই স্টান্টম্যানদের নিয়েই TV9 বাংলার নতুন নিউজ সিরিজ 'মৃত্যুর সাথে পাঞ্জা'। দেখুন রবিবার, ৩ জুলাই রাত ১০টায়।
No comments:
Post a Comment