স্টার্স অফ টুমোরো'র প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান হয়ে গেল আইসিসিআর এ - Songoti

স্টার্স অফ টুমোরো'র প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান হয়ে গেল আইসিসিআর এ

Share This

কলকাতাঃ সম্প্রতি কলকাতার আইসিসিআর হয়ে গেল স্টার্স অফ টুমোরো'র প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান। মূলত নতুন ট্যালেন্টকে তুলে আনা এটাই ছিল এই কম্পিটিশনের মূল বিশেষত্ব। সন্তুর বাদক পণ্ডিত তরুণ ভট্টাচার্যের ইনস্টিটিউশন সন্তুর আশ্রমের উদ্যোগে হয় এই প্রতিযোগিতা এবং প্রাইজ প্রদান এর অনুষ্ঠান।স্টার্স অফ টুমোরো প্রতিযোগীতায় দেশ-বিদেশের বহু ছাত্রছাত্রীর মধ্যে শিলিগুড়ি সঙ্গীত কলা অ্যাকাডেমি থেকে অংশগ্রহন সুহান অধিকারী তবলা গ্রুপ এ ফার্স্ট রানারআপ হয়, পদ্মাক্ষ্য চক্রবর্তী গ্রুপ সি সেকেন্ড রানার আপ। অভিনয়া নেওপানে এবং লিটন ঘোষ ইমার্জিং

 পারফরম্যান্সের জন্য বিজয়ী হন।এই প্রতিযোগীতায় বিচারকের আসনে ছিলেন পদ্মভূষন পন্ডিত বিশ্বমোহন ভট্ট, পন্ডিত তরুণ ভট্টাচার্য, পন্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়, শ্রী অনুপ জালোটা এবং অলকানন্দা রায়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য প্রাক্তন আইসিসি এর ডিরেক্টর গৌতম দে এবং জনসংযোগ অধিকারী শুভজিৎ রায় সহ অনেকেই।

No comments:

Post a Comment