নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ বাংলার রুপোলি জগতের এক এবং অদ্বিতীয় মহানায়ক। স্টাইল আর বাঙালিয়ানার ভরপুর মিশেল। আজও যাঁর বিকল্প নেই। নাম উত্তম কুমার মানে অরুণ কুমার চট্টোপাধ্যায়। আমরা কী উত্তম কুমারকে চিনি ! যদি চিনি কতটা চিনি ! উত্তম কুমারের এই অচেনা রূপটিকে তুলে ধরতে পরিচালক অতনু বসুর পরিচালনায় আসতে চলেছে "অচেনা উত্তম"। মূলত এই ছবিটি উত্তম কুমারের বায়োপিক। বড়পর্দায় এবার
উত্তমকুমারের চরিত্র ফুটিয়ে তুলছেন শাশ্বত চট্টোপাধ্যায়, সুচিত্রা সেন চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে, আর গৌরী দেবীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়া রায়। সুপ্রিয়া দেবীর চরিত্রে অভিনয় করছেন সায়ন্তনী রায়চৌধুরী। তরুণ কুমারের ভূমিকায় থাকছে বিশ্বনাথ বসু। সুমিত্রা মুখোপাধ্যায়ের ভূমিকায় রয়েছেন সম্পূর্ণা লাহিড়ী। প্রায় ৭০জন অভিনেতা অভিনেত্রী নিয়ে তৈরী হয়েছে "অচেনা উত্তম"। শ্যুট হয়েছে মোট ৬৮টি লোকেশনে যা বাংলা সিনেমার ইতিহাসে নয়া রেকর্ড। এছাড়াও উত্তম কুমারের নিজের লেখা গান শোনা যাবে এই সিনেমায়। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের মে মাসে মুক্তি পেতে চলেছে "অচেনা উত্তম"।
No comments:
Post a Comment