কলকাতাঃ 'আবার কাঞ্চনজঙ্ঘা'। নাম শুনে যদি সত্যজিৎ রায়ের 'কাঞ্চনজঙ্ঘা'-র রিমেক ভাবেন তবে কিন্তু ভুল হবে। একঝাঁক শিল্পী নিয়েই 'আবার কাঞ্চনজঙ্ঘা'-র গল্প রাজর্ষির সম্পূর্ণ মৌলিক গল্প। অভিনয় করেছেন কৌশিক সেন, শাশ্বত চ্যাটার্জী, দেবশ্রী গাঙ্গুলী, অর্পিতা চ্যাটার্জী, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত, রূপঙ্কর বাগচী, রিচা শর্মা, বিদীপ্তা চক্রবর্তী, প্রিয়াঙ্কা রতি পাল, দেবলীনা কুমার, সোহিনী গুহ রায়, অনিন্দ্য চ্যাটার্জী সহ আরও অনেকে। করোনা চিন্তার ভাঁজ ফেলেছে চলচ্চিত্র নির্মাতাদের। স্থগিত রাখা হচ্ছে একাধিক ছবির মুক্তি। প্রথমে ২০২০ সালের মে
মাস এবং পরে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল রাজর্ষি দে। কিংবদন্তি সত্যজিৎ রায়ের ছবি 'কাঞ্চনজঙ্ঘা', বাংলা চলচ্চিত্র জগতে এক অন্যতম মাইলস্টোন। আর তাই তাঁকে সম্মান জানাতেই রাজর্ষি দে -এর পরিচালনায় এবং শিল্পী এ পান্ডে ও অক্ষত কে পান্ডে এর প্রযোজনায় আসছে 'আবার কাঞ্চনজঙ্ঘা'। গত বছর পয়লা বৈশাখের শুভ তিথিতে প্রকাশ্যে এসেছিল ছবির অফিশিয়াল পোস্টার। সব ঠিক থাকলে আগামী ১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবিটি।
No comments:
Post a Comment