ফোটো সৌজন্যঃ সোহম মুখার্জী |
রাইস প্রিমিয়ার লিগের আবরণ উন্মোচন অনুষ্ঠানে অভিনেত্রী রাইমা সেন, তারকা ফুটবলার মানস ভট্টাচার্য, বিশ্বজিৎ ভট্টাচার্য, প্রশান্ত ব্যানার্জি ,কৃষ্ণেন্দু রায় এবং মার্লিন গ্রুপের এম ডি জনাব সাকেত মোহতা সহ লোগো এবং আরপিএলের জার্সি উন্মোচন করেন। দুই দিনব্যাপী ফুটবল লিগে কলকাতার বিভিন্ন কর্পোরেট দলের ১৬টি কর্পোরেট সংস্থা অংশগ্রহন করবেন। সেই দলগুলিকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে, যাদের ট্রেনিং করবেন অভিজ্ঞ ফুটবলার মানস ভট্টাচার্য, বিশ্বজিৎ ভট্টাচার্য, প্রশান্ত ব্যানার্জি ,কৃষ্ণেন্দু রায়। আগামী ২৩ ও ২৪ শে অক্টোবর অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান।।
No comments:
Post a Comment