মাতৃরূপেণ সংস্থিতা সিজন ফাইভ অনুষ্ঠিত হল অনিকেত ক্রিয়েশন কাত্যায়নী'র উপস্থাপনায় - Songoti

মাতৃরূপেণ সংস্থিতা সিজন ফাইভ অনুষ্ঠিত হল অনিকেত ক্রিয়েশন কাত্যায়নী'র উপস্থাপনায়

Share This

 

বার্তা প্রতিবেদন, কলকাতাঃ ভারতীয় নারী জগৎ, তাদের সংস্কৃতি ফ্যাশন উত্তরাধিকার ও ঐতিহ্য কে সম্মান জানাতে “অনিকেত ক্রিয়েশন কাত্যায়নী”র উপস্থাপনায় এক বর্ণাঢ্য তারকা খচিত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল।সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে কোভিডে আক্রান্ত এবং দুঃস্থ পথ শিশুদের হাতে অন্ন-বস্ত্র এবং অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া। এই অনুষ্ঠানে বিভিন্ন তারকার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পেশায় মডেল-অভিনেতা- গ্রুমার ও ফ্যাশন শো কোরিওগ্রাফার ও সমাজসেবী অনিকেত তার সমস্ত অনুষ্ঠান ও কাজের মাধ্যমে ভারতীয় পরম্পরা শিশু উন্নতি নারী প্রগতি ও সমাজ উন্নয়নের কাজে ব্রতী । তারই প্রতিফলন দেখা যায় আরো একবার “মাতৃরূপেণ সংস্থিতা” নামক সিজন ফাইভের এই  অনুষ্ঠানে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া, বিধায়ক ও কীর্তন বিশারদ অদিতি মুন্সি, বিখ্যাত লোকসংগীত শিল্পী পৌষালী ব্যানার্জি, অভিনেত্রী ও শিক্ষাবিদ পাপিয়া অধিকারী প্রযোজক-পরিচালক অরুনিমা দে, প্রমুখরা। অনুষ্ঠানে পৌষালী ব্যানার্জির গান এক অনবদ্য পরিবেশ সৃষ্টি করে। অদিতি মুন্সি তার আগমনী গানে দেবীর বন্দনা করেন। পাপিয়া অধিকারী তার অভিনয়ের মাধ্যমে সকলের চোখে জল এনে দেয়।

No comments:

Post a Comment