ডিজিটাল ক্ষেত্রে সঞ্চালক হিসেবে দেখা যাবে দেবযানী চট্টোপাধ্যায়কে - Songoti

ডিজিটাল ক্ষেত্রে সঞ্চালক হিসেবে দেখা যাবে দেবযানী চট্টোপাধ্যায়কে

Share This

ভার্চুয়ালি বিদেশ ভ্রমণে এবার মানুষের দোসর হলেন অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। 'এ ই এম পি এল অরিজিনালস' ইউটিউব চ্যানেল থেকে ইতিমধ্যেই মুক্তি পেয়ে গেছে তার ভার্চুয়াল ভ্রমণ অনুষ্ঠান 'মনভয়েজ' এর প্রথম এপিসোড। এক অভিনব উদ্যোগ এই মনভয়েজ। ভার্চুয়ালি দেশ বিদেশের প্রবাসী  বাঙ্গালীদের সঙ্গে সংযুক্ত হবেন দেবযানী, প্রতিটি

 এপিসোডে বিভিন্ন প্রবাসী বাঙালিরা যেমন ঘুরে দেখাবেন তাদের ট্যুরিস্ট স্পট, ভাগ করে নেবেন তাদের সংস্কৃতি, খাবারদাবার ইত্যাদির অভ্যাস, অন্যদিকে দেবযানী তেমনই তার শহর কোলকাতার চার পাশে ছড়িয়ে থাকা নানান ট্যুরিস্ট স্পটে ঘুরে ভাগ করে নেবেন দূর প্রবাসে থাকা বন্ধুদের সঙ্গে। ডিজিটাল ক্ষেত্রে সঞ্চালক হিসেবে এই প্রথম বার এমন ভাবে দেখা গেল তাকে। দেবযানী জানালেন, "এ ই এম পি এল  যখন আমায় প্রথম এই 'মনভয়েজ' শো এর বিষয়ে জানায় আমার দারুণ লেগেছিল। এই করোনা আবহে লক ডাউনের কারণে আমরা এমনিতেই গৃহ বন্দী, তার মধ্যে এমন ভাবে ভার্চুয়ালি বিদেশ ভ্রমণের আইডিয়া টা আমার খুব ভালো লেগেছিল। বিভিন্ন জায়গার মানুষদের সঙ্গে সংযুক্ত হতে পারার আনন্দ টাও রয়েছে সঙ্গে। সব মিলিয়ে খুব এনজয় করছি।"

দেখুন 'মনভয়েজ', ক্লিক করুন এই লিংকে: https://youtu.be/N3bzc0qLq_k

No comments:

Post a Comment