ডিজিটাল হোম সিকিউরিটি সলিউসনে হ্যাফেল এবার বাংলাদেশে - Songoti

ডিজিটাল হোম সিকিউরিটি সলিউসনে হ্যাফেল এবার বাংলাদেশে

Share This

বাংলাদেশ, বার্তা প্রতিবেদনঃ সময় পরিবর্তনের সাথে সাথে আমাদের সুরক্ষা ব্যবস্থাও অনেকটা আলাদা হয়েছে। দোকানপাট হোক কিংবা বড় কোনও ভ্রমণ, সবসময় নিজের বাড়ির বা বাসস্থানের সুরক্ষা ব্যবস্থায় শুধুমাত্র একটা তালা বা চাবির ওপরে নির্ভর করা যায় না। সেই জন্যই সহজ অথচ স্মার্ট কিছু উপায় বের করে নিতে হয়।সেই জন্যই বাড়ির সুরক্ষার জন্য "হ্যাফেলে"।

নিয়ে এসেছে ‘ডিজিটাল হোম সিকিউরিটি সলিউসন।আপনার বাড়ি বা ঘরকে দিন আধুনিক ‘ডিজিটাল ডোর সিকিউরিটি সিস্টেম’ প্রিন্ট, কি-প্যাড, আরএইআইডি এবং মেকানিক্যাল কি, বাড়ির সুরক্ষা বাড়ানোর জন্য হ্যাফেলের এই

 চারটে ফিচার আপনার সমসময়ের সঙ্গী। ‘ফেস রেকগনিশন’ লক অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে যা আপনার প্রত্যেকটি এক্সপ্রেশন সনাক্ত করতে সম্ভব ।হ্যাফেলের এই ডিজিটাল লকের কি-প্যাড, আরএফআইডি, এবং মেকানিক্যাল কি তা অনেকটাই সহজ করে তুলবে।

No comments:

Post a Comment