নিজস্ব প্রতিবেদন,কলকাতাঃ কোভিড অতিমারী এতাবৎ কালের প্রচলিত মানব জীবনে এক বিরাট পরিবর্তন এনে দিয়েছে। পরিবর্তনের সেই গতি ধারা মানব জীবনকে কতটা পরিবর্তন করেছে তারই নির্যাস স্টুডেন্টস হেলথ হোমের বই, "করোনা কাল, কাল করোনা"।
শিক্ষা, স্বাস্থ্য, আইন-আদালত, সাংবাদিকতা থেকে খেলাধূলা, বিনোদন, সাহিত্য, প্রশাসন - পুলিশ কার উপরে কি প্রভাব সবই উঠে এসেছে সংশ্লিষ্ট ক্ষেত্রের পারদর্শী মানুষদের কলমে। সমকালীন জীবন প্রবাহের ছবির উল্লেখযোগ্য সংকলনও থাকছে এই বইয়ে। সদ্য স্টুডেন্ট হেলথ হোমে ডাঃ গৌতম মুখোপাধ্যায়, ডাঃ সঞ্জীব মিত্র, ডাঃ পবিত্র গোস্বামী, চন্দন নস্কর এবং সম্পাদকমণ্ডলীর সদস্য বৃন্দ। বইটি পাওয়া যাবে স্টুডেন্টস হেলথ হোমের মূল কেন্দ্র ও আঞ্চলিক কেন্দ্র গুলি, এছাড়াও অনলাইনে পাওয়া যাবে।।
No comments:
Post a Comment