প্রকাশিত হল এস ভি এফ এর প্রযোজনায় গোলন্দাজের ট্রেলর - Songoti

প্রকাশিত হল এস ভি এফ এর প্রযোজনায় গোলন্দাজের ট্রেলর

Share This


সঙ্গতি ওয়েব ডেস্ক, কলকাতা : কথায় বলে  বাঙালিরা সবথেকে বেশি প্রতিভাবান।  আর সেই প্রমাণও আমরা প্রতি পদক্ষেপে পেয়েছি. সাহিত্য, বিজ্ঞান,  খেলাধুলা থেকে আরম্ভ করে ফ্লিমজগত সবকিছুতেই বাঙালিরা নিজের প্রতিভার ছাপ  রেখেছে এবং শুধু তাই নয়  তাদের প্রতিভা দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি লাভ করেছে। সেই ব্যক্তিত্বদের মধ্যে কখনো  সত্যজিৎ রায়,  অমর্ত্য সেন, পণ্ডিত রবিশঙ্কর, সৌমিত্র চট্টোপাধ্যায়, মনি ভৌমিক  বা আমাদের সবার প্রিয় সৌরভ গাঙ্গুলী।  এরা

 প্রত্যেকেই নিজেদের প্রতিভাকে বিকশিত করেছেন দেশ থেকে আন্তর্জাতিক স্তরে এবং এদের নাম বলতে বাঙালিরা যেমন গর্ববোধ করে সেরকম এক ডাকে সমগ্র পৃথিবী এদের কে.  ঠিক এইরকমই একজন প্রতিভাবান হলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। একজন ফুটবল প্লেয়ার।  তিনি সেভাবেই পরিস্থিতির না পেলেও তার প্রতিভা  ক্রীড়াপ্রেমীদের কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে। এবার তাকে নিয়েই বায়োপিক করছে শ্রী ভেঙ্কটেশ ফ্লিমস ।  বাংলা নববর্ষের প্রথম দিনে এর টিজার লঞ্চ করল ভেঙ্কটেশ ফিল্মস।  ছবির নাম গোলন্দাজ যার প্রধান ভূমিকায় আছেন দেব। 

নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী কে ফুটবলের অভিভাবক বলা হয়। এই চরিত্রে অভিনয় করছেন দেব. সমগ্র প্রেক্ষাপট  আঠারোশো দশকের , সেই প্রেক্ষাপট তুলে  আনাটাও খুব একটা সহজ ছিল না কিন্তু এই সাহসিকতার পরিচয় দিয়েছেন পরিচালক ধ্রুব ব্যানার্জি। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর খেলোয়াড় জীবন পারিবারিক জীবন এবং সেই সময়কার সমস্ত প্রতিকূলতা কাটিয়ে তিনি কিভাবে ফুটবল প্লেয়ার হিসেবে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন সেই ছবি ফুটিয়ে তুলবে গোলন্দাজ। এই প্রসঙ্গে পরিচালক এ প্রশ্ন করা হলে তিনি বলেন যে,  "সেই সময়ের প্রেক্ষাপটে ফুটিয়ে তোলা এবং সমগ্র ছবি থেকে আরম্ভ করে পারিপার্শ্বিক দৃশ্য  দেখানোর চেষ্টা করা হয়েছে কাজটি কষ্টসাধ্য হলেও তারা প্রাণপণে চেষ্টা করেছেন সবার কাছে আসল ঘটনাটা তুলে ধরতে ".  অন্যদিকে দেবকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে "তিনি খুবই উচ্ছ্বসিত এরকম একজন মানুষের চরিত্রে অভিনয় করতে পেরে। এর আগে বহু ধরনের কাজ তিনি করেছেন কিন্তু এইটা তার কাছে একটু অন্যরকম এবং একটা কঠিন চ্যালেঞ্জ। ফুটবল খেলা শেখা থেকে আরম্ভ করে যাবতীয় খুঁটিনাটি জন্য তাকে আলাদা করে প্রশিক্ষণ নিতে হয়েছে সে কথা জানালেন তিনি" । এই ছবিতে দেব ছাড়াও রয়েছে ইশা সাহা, অনির্বাণ ভট্টাচার্য, শ্রীকান্ত আচার্য, আর জে অগ্নি  এবং জয়দীপ মুখার্জি মতো অভিনেতা অভিনেত্রীরা।  সংগীত শিল্পী শ্রীকান্ত আচার্য কে এখানে একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে।  

সবমিলিয়ে নববর্ষের সন্ধিপূজা লঞ্চ অনুষ্ঠানটি ছিল জমজমাট। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে গোলন্দাজ। নীচে রইল ট্রেলর এর লিঙ্ক - 

No comments:

Post a Comment