সৌমী সেন : আন্তর্জাতিক নারী দিবস এই দিনটি প্রত্যেকটা মেয়ের কাছে খুব গর্বের, কারণ এই একটা দিনে মেয়েদের যথাযথ সম্মান দেওয়া হয়। কিন্তু, বছরের এই একটা দিনই কেন মেয়েরা গুরুত্ব পাবে? কেন সারা বছর মেয়েদের গুরুত্ব দেওয়া হবে না? এমনটাই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বিদ্যা অর্থাৎ কনীনিকা বন্দ্যোপাধ্যায়।
"বিদ্যাংদেহি " শর্টফিল্মে তিনি বিদ্যা গাঙ্গুলীর ভূমিকায় অভিনয় করেছেন. এখানে বিদ্যা গাঙ্গুলি একজন প্রশিক্ষিত শাস্ত্রীয় নৃত্য শিল্পী, কিন্তু সংসারের যাঁতাকলে পড়ে তার সেই নৃত্যশৈলী তিনি ভুলতে শুরু করেছিলেন এবং কোথাও যেন সংসারের মধ্যে থেকে তার দম বন্ধ করা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতি থেকে তাকে বের করতে সাহায্য করেন প্রতিবেশী মীর আফসার আলী আমাদের সবার প্রিয় মীর দা। এখানে একটা খুব সুন্দর উক্তি আছে এই ছবিতে যেখানে বলা হয়েছে কোনো কিছু শেষ করার জন্য কোন কিছু শুরু করাটা খুব দরকার চ্যারিটি বিগিনস্ অ্যাট হোম সত্যিই তাই, প্রত্যেকটা মেয়েরই দরকার একটা নিজস্ব পরিচিতি নিজস্ব জগৎ যাতে সে নিজের মত করে বাঁচতে পারে স্বামী ও শ্বশুরবাড়ির লাঞ্ছনা থেকে বেরিয়ে এসে ভাবে সে নিজের মত থাকতে পারে। এদিন সাংবাদিক সম্মেলনে পরিচালক রণজয় রায় চৌধুরী বলেন, " সমাজকে একটা বার্তা পৌঁছে দেবার জন্যই এই ছবিটি করা প্রত্যেকটা দিনই যাতে নারী দিবস হিসেবে পালন করা হয় এবং প্রত্যেকটা দিনই যেন নারী-পুরুষ উভয়ই সমান ভাবে পথ চলতে পারে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই তার এই ছোট্ট প্রয়াস "।
No comments:
Post a Comment