ফুলবাগানে ছবির বাগান - Songoti

ফুলবাগানে ছবির বাগান

Share This

নন্দনের পর সুকান্ত সদন

 সৌমী সেন : বছরের শুরুটা এক জমজমাট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিয়ে শুরু হয়েছিল। আট থেকে পনেরই ফেব্রুয়ারি নন্দন চত্বর সহ অন্যান্য প্রেক্ষাগৃহ সেজে উঠেছিল আলোর মেলায় , হয়েছিল আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। এবার তার রেশ কাটতে না কাটতেই শহরে আরো একটি ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল। আন্তর্জাতিক শর্ট ফ্লিম ফেস্টিভ্যাল।

নন্দনের পর সুকান্ত সদন

সম্প্রতি যার প্রাইজ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো। চলছে অতিমারী আবহাওয়া তাই সমগ্র অনুষ্ঠানটি হয় ভার্চুয়াল। একশ  টা দেশ থেকে পাঁচ হাজারেরও বেশি ছবি এসেছিল। সেখান থেকে বেশ কয়েকটি ফিল্ম বেছে নিয়ে দেখানো হয়েছিল সুকান্ত সদনে । পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায় শতরূপা সান্যাল সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। সেরা অভিনেত্রীর পুরস্কার পান মধুরিমা ঘোষ “দুগ্গি” শর্ট ফিল্মের জন্য। ফেস্টিভাল চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন তারা সারা বছর ধরে এই ফেস্টিভালের প্রমোশন করে যেতে চান। মানুষের কাছ থেকে অভূতপূর্ব সারা পেয়ে তিনি অভিভূত। তিনি চান আগামী দিনে আরো বড় করে করা হোক, আরো সাফল্য পাক এই উৎসব।  

No comments:

Post a Comment