বসন্তের রেনু সোহিনী - Songoti

বসন্তের রেনু সোহিনী

Share This


সৌমী সেন : বসন্ত এসে  গেছে, গাছে গাছে শিমুল পলাশ এর দোলা জানান দিচ্ছে  বসন্ত এসে গেছে। আর এই বসন্ত মানেই প্রেম, রঙের উৎসব. এই বসন্তের প্রাক্কালেই  ট্রেইলার লঞ্চ করল  এই আমি  রেনু ছবির। সমরেশ মজুমদারের কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির প্রেক্ষাপট। এখানের রেনুর ভূমিকায় দেখা যাবে সোহিনী সরকার কে.  সোহিনী অর্থাৎ  রেনু একটি খুব সাধারন মেয়ে এই গল্পে প্রেক্ষাপটে উঠে এসেছে আশির দশকের কিছু চেনা চালচিত্র যেমন চিঠিতে লেখা প্রেমের কাহিনী.  আমরা এখন চিঠি লিখতে ভুলে গেছি আমরা এখনো হোয়াটসাপ মেসেজ করে নিজের মনের কথা জানাই কিন্তু তার ভালবাসার মানুষকে চিঠি লিখে চিঠির মাধ্যমে মনের কথা জানানো হয় না সোশ্যাল মিডিয়া ছাড়া এখন আমরা চলতে পারিনা কিন্তু একটা সময় ছিল যখন এইগুলোর এতো রমরমা ছিল না কিন্তু তখনো মানুষ ভালোবাসতো মনের কোথাও জানাতো ঠিকই রেনু যে ভাবে জানায়. রেনু তাঁর ভালোবাসার মানুষ কে  চিঠি লেখে   মনের কথা জানায় কিন্তু রেনুর সেই ভালোবাসার মানুষটির সাথে রেনুর বিয়ে হয় না বিয়ে হয় অন্য একজনের সাথে কিন্তু তারপরেও তাদের মধ্যে সম্পর্কটা থেকে যায় যোগাযোগ হয় চিঠির মাধ্যমে বাকিটা জানতে গেলে অবশ্যই দেখতে হবে  এই আমি রেনু.  ছবিটি মুক্তি পাচ্ছে আগামী 9 এপ্রিল। ছবিতে সোহিনী ছাড়াও রয়েছে অলিভিয়া সরকার সোহম চক্রবর্তী গৌরব চক্রবর্তী কৌশিক গাঙ্গুলির সহ বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা কৌশিক গাঙ্গুলী চরিত্রটি এখানে অন্যরকমের। সব মিলিয়ে বাঙালির এক অদ্ভুত নস্টালজিয়া দিয়ে তৈরি হয়েছে এই  আমি  রেনু । যা মুক্তির অপেক্ষায় আর মাত্র কয়েকটা দিন।

No comments:

Post a Comment