অ্যাঞ্জেলা ইভেন্ট এবং একোয়া ডক্টর সলিউশন এর পক্ষ থেকে মে মাসের দ্বিতীয় সপ্তাহেই আজকের দশভুজাদের সম্মান দেওয়া হবে। তার আগেই আমরা কথা বলে নিলাম দশভুজাদের সম্মানের উদ্যোগক্তা অ্যাঞ্জেলার সঙ্গে -
কারা এই সম্মানের অধিকারী হলেন ?
যে সমস্ত মহিলারা স্ট্রাগেল করে নিজেদের পায়ে দাঁড়িয়েছেন, যে সমস্ত মহিলারা সমাজে নিজেদের একটা পরিচয় রেখেছেন চাকরি, বিনোদন, ব্যবসার ক্ষেত্রে বা সাহিত্য সমস্ত জগতেই নিজের পরিচয় রেখেছেন তারাই এই সম্মানের অধিকারী হবেন।
সমাজকে কি বার্তা দেবে এই সম্মান?
সমাজে যে সমস্ত মানুষদের অবদান রয়েছে এবং যারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রমাণ করেছেন তাদেরকে এই সম্মান তুলে দেওয়া হবে. তাদেরকে দেখে আগামী প্রজন্ম অনুপ্রাণিত হবে এবং তারাও নতুন কিছু করার জন্য উৎসাহিত হবে. এনারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের ভালোবাসাকে গুরুত্ব দিয়ে নিজেদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে নিজেদের পরিচয় গড়ে তুলেছেন সম্মানের সাথে. তাদেরকে সম্মান করাই হলো এই অনুষ্ঠানে র মূল উদ্দেশ্য. যে সমস্ত মহিলারা আজকের সমাজের কাছে সম্মানের সাথে উত্তীর্ণ তাদেরকে সম্মানিত করা যা দেখে আগামী প্রজন্ম নিজেদেরকে এই সমাজের একটা আইকন হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে ।
No comments:
Post a Comment