নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ তাঁরা না থাকলে আমরা কখনই সুরক্ষিত থাকবো না তারা আছেন বলেই আমরা নিশ্চিন্তে দিনযাপন করতে পারি তারা হলেন সেনা বাহিনীর কর্মীরা. সেনাবাহিনীর আধিকারিকরা
সবসময় নিশ্চিদ্র প্রহরা দিয়ে রাখে ভারতবাসীকে । স্থলে জলে অন্তরীক্ষে সব সময় তারা অতন্দ্র প্রহরী হয়ে থাকে তারা আছেন বলেই আমরা সুরক্ষিত । ঠিক এ রকমই একটি বিজয় দিবস পালন করল
ইন্ডিয়ান আর্মি. ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ যুদ্ধ করে জয় এনে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী. আর এই বছর ছিল তার সুবর্ণ জয়ন্তী বর্ষ । অনুষ্ঠানের নাম ছিল স্বর্নিম বিজয় বর্ষ । প্রবীণ
সেনাদের উদ্দেশ্যে ছিল বিজয় মশাল। ১৯৭১ এর যুদ্ধে যারা ছিলেন তাদের কে সম্মান জানানোর জন্যই এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই দিন সম্মান জানানো হয় এয়ার চিফ মার্শাল অরূপ রাহা কে যাকে সম্মান প্রদান করেন এয়ার চিফ কমান্ডার নীলেশ জোশি। অনুষ্ঠানে প্রবীণ সেনাবাহিনীরা
প্রত্যেকেই সেই দিনটার স্মৃতিচারণায় মুগ্ধ হয়েছিলেন সেই দিনের ঘটনা প্রত্যেকের চোখেমুখে এক অন্যরকম মাত্রা এনে দিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ জয় এনে দেওয়ার স্মৃতি তাদের কাছে আজও
সমানভাবে উজ্জল। ১৯৭১ সালে পাক ভারত যুদ্ধে পূর্ব রণাঙ্গনে ভারতের জয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতীয় সেনাবাহিনী যে মশাল যাত্রার কর্মসূচি নিয়েছে তারই অঙ্গ দুটি যুদ্ধ জাহাজ। আইএনএস কোরা এবং আইএনএস ঐরাবত। তাঁদের আত্মত্যাগ সবসময় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে রেখা থাকবে।
No comments:
Post a Comment