পাথারকান্দিতে কংগ্রেসের টিকিটে লড়তে চান প্রতাপ, আজ জমা দিলেন আবেদন - Songoti

পাথারকান্দিতে কংগ্রেসের টিকিটে লড়তে চান প্রতাপ, আজ জমা দিলেন আবেদন

Share This

 পাঞ্চজন্য রায়, পাথারকান্দি, আসাম : সাংবাদিক সম্মেলন করে জনতার আশীর্বাদ চাইলেন পাথারকান্দির কংগ্রেস প্রার্থিত্বের দাবিদার প্রতাপ সিনহা (পিলু)। পথারকান্দি বিধানসভা কেন্দ্রের আমজনতার আশীর্বাদকে পাথে করে কংগ্রেস টিকিট চেয়ে আবেদন জমা দিলেন অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক তথা দক্ষিণ করিমগঞ্জ ও রাতাবাড়ি বিধানসভার দলীয় election IN charge প্রতাপ সিনহা। আজ গুয়াহাটির রাজীব ভবনে আনুষ্ঠানিকভাবে তিনি আবেদন জমা দেন। রবিবার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন ডেকে তিনি বলেন, গত ২০ বছর থেকে তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত থাকার পাশাপাশি বিভিন্ন সময়ে সমাজিক কাজকর্মে নিজেকে জড়িয়ে রেখেছেন।

তিনি বলেন, বৃহত্তর পাথারকান্দিবাসী এখন পরিবর্তন চাইছেন। বিজেপি সরকারের অপশাসনের খোলস থেকে বেরিয়ে আসতে তাঁরা কংগ্রেস দলের যোগ্য ব্যক্তি হিসেবে তাঁকে মনোনয়নের জন্য অনুরোধ জানান। ফলে ভূমিপুত্র হিসেবে এবার কংগ্রেস দলের টিকিট চাইছেন তিনি। এমনকি দীর্ঘদিন থেকে দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে নিয়মিত সম্পর্ক বজায় রাখছেন তিনি। পাশাপাশি আগামীদিনে দল তাঁকে টিকিট প্রদান করলে পাথারকান্দির সার্বিক উন্নয়নে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নেরও আশ্বাস দেন প্রতাপবাবু। প্রতাপ সিনহা আশা ব্যক্ত করে বলেন, বিষ্ঞুপ্রিয়া মণিপুরি সমাজ থেকে একজন বিধায়ক নির্বাচন করার জন্য দলীয় নেতৃত্বে আগামী বিধানসভা নির্বাচনে পাথারকান্দি আসনে তাকে দলীয় টিকিক প্রদান করবেন। এদিন তিনি একটি অঙ্গীকারপত্রের উন্মোচন করেন, যা পাথারকান্দি বিধানসভার আনাচে কানাচে পৌছে দেওয়া হবে। তিনি বিধায়ক নির্বাচিত হলে পাথারকান্দিবাসীর জন্য কী কী কাজ করবেন তা ধারাবাহিভাবে লিপিবদ্ধ করেছেন। প্রতাপ সিনহা আশা ব্যক্ত করে বলেন, দলীয় নেতৃত্ব তাকেই টিকিট দেবেন এবং পাথারকান্দিবাসী তাকে বিধায়ক নির্বাচিত করে সেবার সুযোগ দেবেন।

No comments:

Post a Comment